মিডিয়াকে দোষারোপ করে ভালো খেলার সুযোগ কম

মমিনুল ইসলাম »

বিশ্বকাপের পর দীর্ঘ ৬ মাস ছিলেন ক্রিকেটের বাহিরে। বঙ্গবন্ধু বিপিএল দিয়ে ফিরেছেন মাঠের ক্রিকেটে। ক্রিকেট মাঠে ফিরেই খুঁজে পাওয়া গেলো সেই চেনা মাশরাফিকে। ক্রিকেটের পাশাপাশি আছেন নড়াইল- ২ আসনের জাতীয় সংসদ সদস্য হিসেবে। ক্রিকেটের পাশাপাশি নিজের রাজনীতির ক্যারিয়ারকেও বেশ ভালোভাবে সামলাচ্ছেন। ক্রিকেট মাঠে ফিরেই ব্যস্ত নিজের ক্রিকেট নিয়ে। দীর্ঘ ৬ মাস ক্রিকেটের বাহিরে থাকায় তাকে খুঁজে পাওয়া যায়নি মিডিয়ার সামনে।

বিশ্বকাপের পর আজ মিডিয়ার সামনে কেবল দেখা মিললো মাশরাফির। এবারের বিপিএলে ঢাকা প্লাটুনের অধিনায়কত্ব পালন করছেন তিনি। দীর্ঘ দিন পর ক্রিকেটে উত্তর দিলেন অনেক প্রশ্নের। এতদিন মিডিয়ার বাহিরে থাকা নিয়ে তিনি বলেন, ‘আপনারা আপনাদের প্রফেশনের কাজ করবেন। আমি আমার প্রফেশনের কাজ করবো। যখন মনে হবে আমাকে আপনাদের সামনে আসতে তখন তো আসবোই আর আসতেই হবে। বিশ্বের পর আমি ক্রিকেটে ছিলাম না তাই কথা বলিনি। এখন আবার ক্রিকেটে ফিরেছি তাই কথা বলছি।’

সময় যত পেরিয়ে যাচ্ছে মিডিয়ার সাথে ক্রিকেটারদের ততই দুরত্ব বাড়ছে। মিডিয়ার সমালোচনার চাপ নিতে পারছেন না অনেক ক্রিকেটারই। এ নিয়ে দুই দলের মাঝে তৈরী হয়েছে তিক্ততা। মিডিয়ার জন্য তাদের খেলায় বিরুপ প্রভাব পড়ছেন বলে অনেকে প্রকাশ্যেই বলছেন। গতকাল চট্টগ্রাম ও সিলেটের ম্যাচ শেষে মিডিয়াকে দোষারোপ করে বসেন ইমরুল কায়েস। ক্রিকেটারদের এমন কান্ড অদ্ভুত লেগেছে মাশরাফির কাছে।

মিডিয়ার দোষারোপের বিষয়ে মাশরাফিকে প্রশ্ন করা হলে তিনি ক্রিকেটারদের উদ্দেশ্য করে বলেন, ‘আমার কাছে মনে হয় আপনাদেও ব্যক্তিগত বিষয় গুলো নেয়া উচিত নয়। আমাদের প্রফেশনালিজমটা ধরে রাখতে হবে। আমি খারাপ করলে আপনি যেমন লিখতে বাধ্য তেমনি আমি ভালো খেললেও আপনি লিখতে বাধ্য। তাই আমি মনে করি এটা ব্যক্তিগতভাবে না নেয়াই ভালো। এসব কিছু অনেকেই পড়ে আর মাথায় প্রেশার নিয়ে নেয়। এটা প্রফেশনাল জীবনে প্রয়োজন নেই। মিডিয়াকে দোষ দিলেই তো আপনি ভালো খেলতে পারবেন। মিডিয়ার এসব দেখে যদি মাথায় ঝামেলা তৈরী হয় তাহলে এড়িয়ে চলুন। আপনি খেলোয়াড় খেলা নিয়ে ভাবুন, বাহিরের চিন্তা ছেড়ে দিন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »