মিঠুনের বিশ্বকাপ যাত্রা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

মোহাম্মদ মিঠুন বাংলাদেশ দলের একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে মোহাম্মদ মিঠুন উইকেটরক্ষক ব্যাটসম্যান হলেও মূলত সে ব্যাটসম্যান হিসেবেই দলে খেলে থাকেন। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের ১৫ সদস্যের একজন মোহাম্মদ মিঠুন। মোহাম্মদ মিঠুনের জাতীয় দলে ওয়ানডেতে অভিষেক হয় ১৭ই জুন ২০১৪ সাথে ভারতের বিপক্ষে। ৫ বছর আগে জাতীয় দলে অভিষেক হলেও নিজেকে জাতীয় দলে স্থায়ী করতে পারেননি। এই ৫ বছরে মাত্র ২১টি ওয়ানডে খেলেছেন। যার অধিকাংশই গত বছর থেকে এ বছরের বিশ্বকাপ পর্যন্ত। জাতীয় দলে অভিষেক হবার চেয়ে জাতীয় দলে টিকে থাকা কঠিন যার একটি উদাহরণ মোহাম্মদ মিঠুন। ৫ বছর আগে অভিষেক হলেও নিজেকে মেলে ধরতে পারেননি। তবে গতবছর থেকে এ পর্যন্ত বেশ ভালোই খেলেছেন মোহাম্মদ মিঠুন। তবে এই‌ বিশ্বকাপে খুব একটা সুযোগ পাননি। মিঠুনের জায়গায় লিটন কুমার দাস সুযোগ পেয়ে দুর্দান্ত খেলায় মোহাম্মদ মিঠুন বিশ্বকাপে তেমন সুযোগ পাননি। আর যে কয়টা ম্যাচ খেলেছেন সে ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি।

তো দেখে নেয়া যাক মোহাম্মদ মিঠুনের বিশ্বকাপের পারফরম্যান্স:

ম্যাচ: ৩
ইনিংস: ৩
নট আউট: ০
রান: ৪৭
সর্বোচ্চ: ২৬
গড়: ১৫.৬৬
স্ট্রাইক রেট: ৮৩.৯৬
হাফ সেঞ্চুরি: ০
সেঞ্চুরি: ০
ডাক: ১
বাউন্ডারি: ৫
ওভার বাউন্ডারি: ১

বিশ্বকাপের মঞ্চে একটা ম্যাচ সুযোগ পাওয়া অনেক ব্যাপার। আর সেই সুযোগ কাজে লাগানোটাই মুখ্য। মোহাম্মদ মিঠুন বিশ্বকাপের আগে বেশ ভালোই খেলেছিলেন। তবে বিশ্বমঞ্চে পারফর্ম করতে ব্যর্থ হন। আর সেই সুযোগটাই নেয় লিটন কুমার দাস। ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচে সুযোগ পেয়ে খেললেন ৯৪ রানের ক্যামিও ইনিংস। আর কপাল পুড়লো মোহাম্মদ মিঠুনের। মিঠুনের জায়গায় নিজেকে স্থায়ী করে নেন লিটন কুমার দাস। প্রতি বিশ্বকাপেই আগের বিশ্বকাপের দল থেকে অনেক পরিবর্তন আসে। মোহাম্মদ মিঠুন কি পারবেন জাতীয় দলে নিজেকে স্থায়ী করে পরের বিশ্বকাপ পর্যন্ত নিজেকে দলে‌র একজন কান্ডারি করতে? সেটি সময়ই বলে দেবে। তবে মোহাম্মদ মিঠুনকে একাদশে সুযোগ দেয়া হলে সেরাটা দিয়ে খেলতে হবে তাকে।

-নাসিফুল হাসান সৌমিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »