মমিনুল ইসলাম »
অনেকদিন ধরেই বিসিবির নজরে আছেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। এর আগে টি-টোয়েন্টিতে জাতীয় দলে অভিষেক হলেও তা সুখকর হয়নি। তবে এবারের বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে ব্যাটে বলে আলো ছড়িয়েছে জায়গা করে নিয়েছেন আসন্ন পাকিস্তান সিরিজের সফরে। তবে মায়ের অসুস্থতার জন্য আজ জাতীয় দলের ক্যাম্পে দেখা যাবে না মেহেদী হাসানকে।
বঙ্গবন্ধু বিপিএলে প্লে- অফ বাঁধা উতরাতে পারেনি তাঁর দল ঢাকা প্লাটুন। প্লে-অফ বাধা পার করতে না পারায় চলে যান নিজ এলাক খুলনাতে। তবে তার পিছনের খবর হলো তার মা অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে খুলনার একটি হাসপাতালে আছেন মেহেদী হাসান। মেহেদী হাসানের মা বর্তমানে আইসিইউতে ভর্তি অবস্থায় আছেন।
বিপিএলে ব্যাটে বলে দারুন পারফরম্যান্সের পুরষ্কার হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তান সফরের স্কোয়াডে। গতকাল বোর্ড থেকে তার দলে সুযোগ পাওয়ার বিষয়টি জানানো হলে মায়ের অসুস্থতার জন্য ছুটি চান তিনি। তাঁর সে ছুটি মুঞ্জুরও করেছে বিসিবি। তাই তো আজ থেকে শুরু হতে যাওয়া জাতীয় দলের ক্যাম্পে দেখা মিলবে না মেহেদী হাসানের।
দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক সমকালকে মেহেদী হাসান জানান, ‘আমার মাকে এখন আইসিইউতে ভর্তি করানো হয়েছে। আগের থেকে অনেকটা ভালো এখন। আজ ( গতকাল) রাতে গেলে অবশ্য সর্বশেষ অবস্থা বলতে পারবো। এক মাস আগে উনার হার্টে রিং পড়ানো হয়েছিলো তবে অনিয়মিত করায় সমস্যা হচ্ছে।’
এর আগে ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মেহেদী হাসানের। তবে অভিষেকটা সুখকর ছিলো না মেহেদীর জন্য। অভিষেকে ব্যাট হাতে ১১ রানের পাশাপাশি বল হাতে ২ ওভারে ২ রানে ছিলেন উইকেট শূন্য। সেই ম্যাচ পরেই দল থেকে বাদ পড়েন মেহেদী৷ তবে জাতীয় দল থেকে বাদ পড়লেও আলো ছড়িয়েছেন ঘরোয়া লিগ ও ইমার্জিং কাপে।
এবারের বঙ্গবন্ধু বিপিএলে ১২ ইনিংসে ১৩৬.০২ স্ট্রাইকরেটে তিন ফিফটিসহ করেছেন ২৫৩ রান। বল হাতে ৬.৭৬ ইকনোমিতে নিয়েছেন ১২ উইকেট।