‘মায়ের সেবা ও ফিটনেস নিয়ে সময় পার করছি’- রোমান সানা

জাকির মামুন »

বাংলাদেশের সবচেয়ে সফল ও সেরা আর্চার রোমান সানা৷ বাংলাদেশের হয়ে যার থলিতে আছে ২০’র ও বেশি আন্তর্জাতিক শিরোপা৷ আর্চারিতে একমাত্র বাংলাদেশি হিসেবে সরাসরি অলিম্পিক খেলার গৌরব অর্জন করেছেন তিনি৷ বিশ্বদরবারে বাংলাদেশের পতাকা তুলে ধরেছে প্রতিনিয়ত৷ করোনার প্রাদুর্ভাবে তিনিও বাসায় থাকছেন৷ কিভাবে সময় কাটাচ্ছেন তা নিয়ে কথা বলেছেন আমাদের রিপোর্টার জাকির মামুনের সাথে৷

 

 

 

কেমন আছেন?

আলহামদুলিল্লাহ্ ভালো।

 

> করোনা ভাইরাসের কারণে বিশ্ব ক্রীড়াঙ্গনের সবধরণের খেলা স্থগিত৷ কীভাবে সময় পার করছেন?

মায়ের সেবা ও ফিটনেস নিয়ে সময় পার করছি৷  দীর্ঘ আটবছর পর আমি এত লম্বা সময় ধরে আমি পরিবারের সাথে আছি৷  আমার মা দীর্ঘদিন যাবৎ অসুস্থ৷ আসলে মায়ের পাশে  থেকে তার সেবা করতে পেরে খুব ভালো লাগছে৷কেনোনা মা আমার স্বর্গ ৷  মাকে নিয়মিত ম্যাসেজ করে দেই, ঔষধ খাওয়ানো সহ মোটামুটি অধিকাংশ কাজই আমি করি৷

>>> রান্না করার অভিজ্ঞতা আছে?

হ্যাঁ, এখন মাঝে মাঝে রান্না করি৷ মা বারন করলেও  রান্না করে যখন উনার  সামনে নিয়ে যাই তখন বলে, এখন যে আমি  তোমার মেয়ের মত ,সেবা করো আবার রান্না করেও খাওয়াও৷ আমার সফলতার পিছনে মায়ের অবদান অনেক বেশি৷

>>> পরিবারে কে কে আছে?

মা-বাবা ,ভাই-ভাবি ,বোন ,ভগ্নিপতিসহ  সবাই  এখন আমারা একসঙ্গে আছি৷ দীর্ঘদিন পর সবাই একসাথে থাকতে পেরে খুব ভালো লাগছে৷ পরিবারের ছোট সন্তান হওয়ায় সবাই আমাকে অনেক ভালোবাসে৷

>>> ফিটনেস নিয়ে কি করছেন?

ফিটনেস ধরে রাখতে আমাদের কোচ মার্টিন ফ্রেডরিক এর নির্দেশনা মত কাজ করছি৷ আমাদের হোয়াটসএপ গ্রুপ আছে৷ ওখানে তিনি আমাদের দিকনির্দেশনা ও করণীয় ঠিক করে দেন৷ আর সেটা করে আমরা ভিডিও ফুটেজ দেই৷

>>> অনুশীলন করছেন কিভাবে?

আসলে  বাসায় তো তেমন সুযোগ নেই৷ আমি ক্রিকেটের মত স্যাডোও প্র্যাকটিস করি আয়নার সামনে দাঁড়িয়ে ৷

>>> উদ্ভুত পরিস্থিতির কারনে আন্তর্জাতিক খেলায় কি ধরণের প্রভাব পড়লো ?

করোনার কারনে  থাইল্যান্ড ও কোরিয়ায়  এশিয়া কাপএর দুটি টুর্নামেন্ট  এবং চিন ও জার্মানিতে  দু’টি বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও তা এখন স্থগিত৷

>>> এমতাবস্থায় আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে?

তা  তো আছেই৷ যেহেতু আমি পেশাদার ক্রীড়াবিদ খেলা খেলতে পারলে টাকা পেতাম ৷ সেটা হচ্ছেনা৷ তবে আল্লাহর নিকট শুকরিয়া, ভালো আছি৷

>>> বাংলাদেশ আর্চারি ফেডারেশন থেকে কোনো সহায়তা পাচ্ছেন?

হ্যাঁ, ফেডারেশন আমাদের এই মাসে ২৭ জন প্লেয়ারদের ভাতা দিয়েছেন৷

>>> ‘ECO NETWORK ‘ নামক একটি সংগঠনের সাথে যুক্ত হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন৷ এসম্পর্কে আপনার মন্তব্য কি?

 মুলত এরা পরিবেশ নিয়ে  কাজ করে৷ পরে এক ভাইয়ের মাধ্যমে সংগঠনটি যোগাযোগ করে৷ এরপর আমি তাদের সাথে একাত্মতা পোষন করি৷ খাদ্যসামগ্রী বিতরণ ও জনসচেতনতামুলক কার্যক্রম আমাদের এখনও চলমান আছে৷ আমি মনে করি, সবাই সবার জায়গা থেকে সহায়তা করলে তেমন বেশি সমস্যা হবেনা৷

>>> দেশবাসীর জন্য আপনার পক্ষ থেকে কোনো বার্তা আছে?

আসলে বিশ্ব আজ থমকে গেছে৷ এই ভাইরাসের এখনও উল্লেখযোগ্য চিকিৎসা উদ্ভাবন হয়নি৷ এখন আমাদের যে বিষয়টি করতে হবে , তা হলো সচেতনতা অবলম্বন করা৷ সরকার ও প্রশাসনের দেওয়া বিধি-নিষেধ গুলো মেনে চলার আহবান জানাচ্ছি৷

>>>আপনাকে ধন্যবাদ

আপনাকে ও newscricket24.com পরিবারকে ও ধন্যবাদ জানাই৷

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »