মায়াঙ্ক আগারওয়ালের সেঞ্চুরি, বড় সংগ্রহের পথে ভারত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করে অপরাজিত আছেন গত ম্যাচের ডাবল সেঞ্চুরিয়ান মায়াঙ্ক আগারওয়াল।

শুরুতে টস জিতে ব্যাটিং এ নেমে ২৫ রানে ওপেনার রোহিত শর্মা ফিরে গেলেও মায়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পুজারার শত রানের জুটিতে বড় সংগ্রহের দিকেই হাটছিলো ভারত।

চা বিরতির পূর্বেই ফিরে যায় চেতেশ্বর পুজারা। কাগিসো রাবাদার বলে ফাফ ডু প্লেসিসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন হাফসেঞ্চুরিয়ান পুজারা। আউট হওয়ার পূর্বে ১১২ বলে ৫৮ রানের ইনিংস খেলেন তিনি।

রোহিত শর্মা এবং চেতেশ্বর পুজারা আউট হলেও এক পাশ আগলে রেখে উইকেটে আছেন মায়াঙ্ক। গত ম্যাচের প্রথম ইনিংসের ডাবল সেঞ্চুরির ইনিংসটিই যেনো ফিরিয়ে আনলেন মায়াঙ্ক।

১৮৩ বলে ভেরনন ফিল্যান্ডারের বলে চার হাঁকিয়ে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন মায়াঙ্ক আগারওয়াল।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ১৮৯ বলে ১০৬ রানে অপরাজিত আছেন মায়াঙ্ক। অপর অপরাজিত ব্যাটসম্যান ভিরাট কোহলি আছেন ২৪ বলে ৪ রান করে। ভারতরের সংগ্রহ ২ উইকেটে ১৯২ রান।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »