মায়াঙ্কের হাফসেঞ্চুরি, এবার ব্যর্থ রোহিত

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ১১২ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি তুলে নিয়েছেন ২৮ বছর বয়সী উদীয়মান ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল। ফিফটিতে ছিলো ১০টি দুর্দান্ত চারের মার। ২৭ রান করে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন চেতেশ্বর পুজারা।

এর আগে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। ব্যাটিং এ নেমে শুরুতেই রোহিতের উইকেট হারায় ভারত। কাগিসো রাবাদার বলে উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন দুর্দান্ত ফর্মে থাকা রোহিত শর্মা। ১ টি চারের সাহায্যে ৩৫ বলে ১৪ রান করেন রোহিত শর্মা। দলীয় ২৫ রানে রোহত শর্মা ক্যাচ দিয়ে ফিরলেও ভারতীয় শিবিরে কোন চাপ তৈরি করতে পারেনি দক্ষিণ আফ্রিকান বোলাররা।

শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে টেস্ট মেজাজেই খেলতে থাকেন মায়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পুজারা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেটের বিনিময়ে ১০৩ রান। ১২০ বলে ৫২ রান এবং ৬৭ বলে ২৭ রান করে অপরাজিত আছেন মায়াঙ্ক আগারওয়াল এবং চেতেশ্বর পুজারা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »