মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে – মুশফিকুর রহিম

নিউজ ডেস্ক »

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম তার ফেসবুক পেজে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

মুশফিক সেখানে লিখেছেন, ‘সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে ৩০ টা রোজা রাখার তৌফিক দিন এবং সকল সংকট থেকে হেফাজত করুন। আমিন।’

বর্তমানে করোনা ভাইরাসের কারণে সারা পৃথিবীই রয়েছে সংকটের মধ্যে। দেশের ক্রিকেট থেকে শুরু করে সারা বিশ্বের ক্রিকেটই এখন স্থগিত রয়েছে এই করোনা ভাইরাসের জন্য। এই ভাইরাসের কারণে দেশের গরিব অসহায়রা রয়েছেন বিপদে। আর এ সকল গরিব অসহায়দের জন্য এগিয়ে এসেছেন অনেক ক্রিকেটারই।

কিছুদিন আগে সাকিব আল হাসান তার প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন। ২০ লাখ টাকায় বিক্রি হওয়া সেই ব্যাটের পুরো অর্থই দিয়েছেন গরিব অসহায়দের। তারই ধারাবাহিকতায় এবার নিজের প্রথম ডাবল সেঞ্চুরি করা ব্যাট ও নিলামে তুলছেন মুশফিকুর রহিম।

নিউজক্রিকেট২৪/ এস এস

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »