মাহমুদউল্লাহ শোনালেন তামিমের কষ্ট-কথা।

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারায় ঘরের মাটিতে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্ট ও তিন জাতির টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নেন। সময় কাটান নিজের মতো করে। নিজস্ব ট্রেনার নিয়োগ দিয়ে কঠোর অনুশীলনে ব্যস্ত হয়ে পড়েন দেশ সেরা এ ব্যাটসম্যান। বিশ্রাম থেকে ফিরে মিরপুরের একাডেমি মাঠে চালিয়ে যান কঠোর অনুশীলন। আসন্ন ভারত সফরের মূল প্রস্তুতি হিসেবে বেছে নেন জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২১ তম আসরকে।

ঢাকা মেট্রোর বিপক্ষে গত ১০ অক্টোবর এনসিএলের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলো তামিমের চট্টগ্রাম। নিজের প্রত্যাবর্তনের ম্যাচে প্রথম ইনিংসে ১০৫ বলে ৩০ এবং দ্বিতীয় ইনিংসে ১১২ বল খেলে ৪৬ রান করতে সক্ষম হয়েছেন দেশসেরা এ ব্যাটসম্যান। আহামরি কোনো ইনিংস না খেললেও, মাঠের তামিম ছিলেন পুরোপুরি আত্মবিশ্বাসী। দিয়েছেন নিজের চেনা রূপে ফেরার ইঙ্গিত। আর এতেই সতীর্থ মাহমুদউল্লাহ মনে করছেন, ছন্দে ফিরেছেন তামিম।

গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে রিয়াদ জানান, ‘যদিও ইনিংস লম্বা করার কাজটা করতে পারেনি। তবে উইকেট হিসেবে তামিম বেশ ভালো ব্যাটিং করেছে। ওর ব্যাটিংয়ের ধরণ দেখে মনে হয়েছে, ও নিজের ছন্দে ফিরে এসেছে।’

নিজেকে ফিরে পেতে গত দুইমাস ধরে তামিমের অক্লান্ত পরিশ্রমের কথা তো সবারই জানা। সতীর্থ তামিমের অক্লান্ত পরিশ্রমের কথা ব্যাখ্যা করতে গিয়ে রিয়াদ জানিয়েছেন, ‘গত দুই মাসে নিজের ব্যাটিং ও ফিটনেস নিয়ে অনেক কাজ করেছে তামিম। সে এই দুই মাসে কতটা কঠোর পরিশ্রম করেছে, তা সবারই জানা। আশা করি, তামিম নিজের কষ্টের প্রতিদান পাবেন। অতি শীগ্রই ফিরে আসবে, নিজের চেনা রূপে।’

রিয়াদের মতো করে ভক্ত সমর্থকদেরও চাওয়া, তামিম যাতে তার অক্লান্ত পরিশ্রমের ফল পায়। দেশ সেরা এ ওপেনার যেনো অতি শীগ্রই হাজির হয় নিজের চেনা রূপে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »