নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সবমিলিয়ে প্রায় দীর্ঘ ৬ মাস জাতীয় দলের বাইরে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাকে দল থেকে একেবারে ছেটে ফেলতে পরিকল্পনার অভাব ছিল না টিম ম্যানেজমেন্টের। শামিম পাটোয়ারী ও আফিফদের একের পর এক সুযোগ দিয়ে রিয়াদের নাম মুছে ফেলার চেষ্টা হয়েছিল। কিন্তু আফিফ-শামিমদের ব্যর্থতায় আবারও বাধ্য হয়ে সুযোগ দিতে হয় তাকে।ফলে আবার ডাক পান অভিজ্ঞ এই ক্রিকেটার। নিউজিল্যান্ড সিরিজ দিয়ে পুনরায় জাতীয় দলে ফেরেন তিনি।
চলতি বিশ্বকাপে ধারাবাহিকভাবে পারফরম্যান্সের মাধ্যমে জবাব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ফেরার পর তার ইনিংসগুলো ছিল ৪৯, ২১, ৪১*, ৪৬ ও ১১১। বাংলাদেশের স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাহউদ্দিন মনে করেন, রিয়াদকে বাদ দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে। তবে পারফরম্যান্স করতে বদ্ধপরিকর ছিলেন মাহমুদউল্লাহ।
লাইভ আড্ডায় সালাহউদ্দিন বলেন, রিয়াদ তো অনেক চাপের ভেতরে ছিল। তার পারফর্ম করাটা খুব জরুরি ছিল। যেহেতু শেষ ছয়টা মাস সে দলের সঙ্গে ছিল না।
তিনি বলেন, রিয়াদকে বাদ দেওয়ার অনেক চেষ্টা হয়েছে। কিন্তু সে দলে ফিরে এসেছে এবং সে অনেক ভালো পারফরম্যান্স করছে। সে যেভাবে নিজেকে উপস্থাপন করেছে, সে আসলে ডিটারমাইন্ড ছিল যে ভালো পারফর্ম করবে। সে সেটা করে দেখাচ্ছে।