মাস্ক পড়ে অনুশীলন করলেন লিটন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

গতকাল ৩০ (অক্টোবর) ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন এ সফরের তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। ভারত সফরে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিবে মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানের অনুপস্থিতিতে। আজ প্রথম দিনে অনুশীলন করেন টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা সদস্যরা।

টাইগাররা দেশ ছাড়ার আগেই জানা যায় দিল্লিতে বায়ু দূষণ। বাংলাদেশ ও ভারতের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে দিল্লিতে। যা দু’দলের জন্য এখন হুমকির মুখে। বায়ু দূষণ ছাড়া ও ম্যাচটিতে জঙ্গি হামলার হুমকি রয়েছে। এ দুটি বিষয়ে কড়া নজর রেখেছে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশন। তবে ম্যাচ মাঠে গড়ানোর আগে বায়ু দূষণের কারণে অনুশীলন করা কষ্টকর হয়ে দাঁড়িছে টাইগারদের।

আজ মাস্ক পড়েই অনুশীলন করেন ওপেনার লিটন কুমার দাস। যাতে করে তিনি ধোঁয়া থেকে বাচতে পারেন। লিটন ছাড়া অন্য কেউ মাস্ক ব্যবহার করেননি। তবে দূষণের কারণে সবাই অস্বস্তি ভোগ করছেন। এ নিয়ে টিম ম্যানেজমেন্ট জানায় আগামীকাল (শুক্রবার) থেকে সবাই মাস্ক ব্যবহার করবে অনুশীলনে, সবার জন্য মাস্কের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ৩ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ হবে রাজকোট ও নাগপুরে, যথাক্রমে ৭ নভেম্বর ও ১০ নভেম্বর।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »