https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরে বাংলাদেশ দলের পারফরম্যান্স ছিল যারপরনাই হতাশার। সেমি ফাইনালের স্বপ্ন নিয়ে ইংল্যান্ডে গেলেও ফিরতে হয়েছে পয়েন্ট টেবিলের আট নম্বর অবস্থানে থেকে।
বহু কাঠখড় পুড়িয়ে বাংলাদেশ দলেরকোচ স্টিভ রোডসকে নিয়োগ দেয়া হলেও বিশ্বকাপের ব্যর্থতায় কোচের আর টিকে থাকা সম্ভব হয়নি। ফলে মাশরাফিরা এখন রয়েছে কোচহীনভাবে। তবে এবার বিসিবির পক্ষ থেকে বিজ্ঞাপন দেয়া হয়েছে দলের কোচ নিয়োগের জন্য। যেখানে বলা হয়েছে ১৮ জুলাইয়ের মধ্যে নিজেদের জীবন বৃত্যান্ত জমা দেয়ার জন্য।
বিসিবির অফসিয়াল ওয়েবসাইটে দেয়া একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় কোচ নিয়োগের এই বিষয়টি। যেখানে কোচের যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে ক্রিকেটারদের সাথে ভালো যোগাযোগ রক্ষা, রিপোর্ট লেখার দক্ষতা ও তা উপস্থাপন করার দক্ষতা সম্পন্ন হওয়া।
শুধু তাই নয় আইসিসির এলিট পর্যায়ে কোচিংয়ের অভিজ্ঞতা থাকার পাশাপাশি আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর সাথে কাজ করার অভিজ্ঞতাও প্রয়োজন পড়বে বাংলাদেশ দলের কোচ হতে।
ফলে সাকিব-মাশরাফিরা যে এবার বেশ দক্ষ কোচই পেতে যাচ্ছে সেটা একপ্রকার নিশ্চিত। অন্যদিকে কোচ আসার আগেই বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। তাই এই সিরিজে অন্তর্বর্তীকালীন কোচ দিয়েই কাজ চালিয়ে নিতে হবে।