https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ইনজুরি নিয়েই খেলেছেন পুরো আসর। পারফরম্যান্স খুব বেশি ধারালো না থাকলেও দলের অধিনায়কের দায়িত্বটা যে তাকেই মানায় সেটা টের পাওয়া যাচ্ছে ইতোমধ্যেই।
পুরো দলকে আগলে রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাওয়া মাশরাফি খেলে ফেলেছেন নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। শ্রীলঙ্কা সিরিজেও যাওয়ার কথা ছিল নড়াই এক্সপ্রেসের। কিন্তু দেশ ছাড়ার আগের দিন খবর আসে তার হ্যামস্ট্রিংয়ের ইনজুরির। ফলে শেষ পর্যন্ত ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবালকে দিয়েই কাজ চালিয়ে নিচ্ছে বোর্ড।
মাশরাফির ইনজুরি প্রসঙ্গে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, ‘শ্রীলঙ্কা সিরিজের আগে মাশরাফি যে ইনজুরিতে পড়েছে সেটা স্ক্যান করার পর আমরা জানতে পেরেছি গ্রেড ওয়ান মাসল ইনজুরি। এই ধরণের ইঞ্জউরিতে দুই-তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হয়। এখানে যেহেতু আরও এগেই ব্যথা পেয়েছে তাই সেরে উঠতে দ্বিগুণ সময় লাগবে।’
মাশরাফিকে নিয়ে কোনো প্রকার ঝুঁকি নিতে চায় না বোর্ড যা স্পষ্ট চিকিৎসকের কথাতেই। ‘এই ইনজুরি পুনরায় হলে পুরো মৌসুম মাঠের বাইরে থাকতে হবে। এজন্য আমরা একটু বেশি সতর্ক। আগামী আগস্ট মাসের শেষের দিকে সে পুরোপুরি ফিট হবে আশা করছি।’