মাশরাফি না থাকলেও এগিয়ে যেতে হবে

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে মাশরাফি বিন মুর্তজার শেষ বিশ্বকাপ এতা আগেই জানা গিয়েছিল। সেই ঘোষণা যে খোদ মাশরাফিই দিয়েছিলেন। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে এসে কিছুটা ম্লান ছিল মাশরাফির পারফরম্যান্স। এখন পর্যন্ত নিজেদের ৭ ম্যাচে মাঠে নেমে মাশরাফির ঝুলিতে গেছে কেবল ১টি উইকেট।

শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই ক্যারিয়ার শেষ করতে পারেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সেই অবসর প্রসঙ্গ নিয়ে প্রশ্ন ছুঁড়ে বসবেন সাংবাদিকরা সে ধারণা থেকেই হয়তো সংবাদ সম্মেলনে এসেছেন দলের কোচ স্টিভ রোডস।

তবে প্রশ্ন ঠিকই উঠে এসেছে মাশরাফির অবসর প্রসঙ্গ নিয়ে। রোডস জানালেন মাশরাফি দলে না থাকলেও এগিয়ে যেতে হবে সামনে।

রোডস বলেন, ‘মাশরাফি আমাদের একজন ভালো নেতা। সে যদি লঙ্কানএর বিপক্ষে খীলে তাহলে আমাদের জন্য সেটা অসাধারণ ব্যাপারই হবে। যদি সে অন্য কিছু ভেবে থাকে তাহলেও ভালো। আমাদেরকে এগিয়ে যেতে হবে। জীবন তো আর থেমে থাকে না। সে সাথে থাকলে দারুণ ব্যাপার। তবে না থাকলেও এগিয়ে যেতে হবে।’

‘মাশরাফিকে সবাই সম্মান করে। আমি প্রায় সময়ই তাকে যোদ্ধা বলি। কারন সে দলের জন্য যুদ্ধ করে। ছেলেরা তাকে সম্মান করে ও তাকে ভালোবাসে। তার বিশ্বকাপের শেষ ম্যাচে ছেলেদের আবেগ স্পর্শ করতেই পারে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »