মাশরাফি-তামিমদের নিয়ে কেমন হলো ঢাকা প্লাটুন!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার ড্রাফট শেষ হয়েছে আজ। ঢাকার পাঁচতারা হোটেল রেডিসনে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু বিপিএল ২০১৯ এর প্লেয়ার ড্রাফট। সাত দলের প্রতিটি দল নিজেদের পছন্দমত দেশি বিদেশি খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে । সব দলের মতই মাশরাফি – তামিমদের নিয়ে অভিজ্ঞ দল গড়েছে যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন।

প্লেয়ার ড্রাফটের দেশি ক্যাটাগরির প্রথম রাউন্ডেই দলে ভেড়ান এ+ ক্যাটাগরিতে থাকা দেশসেরা ওপেনার তামিম ইকবাল খান। প্রথম রাউন্ডের দ্বিতীয় সুযোগে দলে ভেড়ান আনামুল হক বিজয়কে। এরপর একে একে দলে ভিড়িয়েছে মুমিনুল হক, জাকের আলি, হাসান মাহমুদ,আরিফুল হক, মেহেদী হাসানদের। নিলামের তৃতীয় রাউন্ডে এসে বাইলজ ভেঙ্গে দলে ভেড়ান এ+ ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজাকে।

বিদেশিদের তালিকা থেকে প্রথম রাউন্ডেই দলে টেনে নেন লঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরাকে আর লরি ইভান্সকে। এরপর দলে ভিড়িয়েছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ, পেস বোলিং অলরাউন্ডার আসিফ আলি ও ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার লুইস রিচকে। তবে নিজেদের শেস কলে দলে ভেড়ান আরেক পাকিস্তানি অলরাউন্ডার বুম বুম আফ্রিদিকে।

ঢাকা প্লাটুন:

দেশি: মাশরাফি বিন মোর্ত্তজা, তামিম ইকবাল ,আনামুল হক বিজয়,হাসান মাহমুদ,মেহেদি হাসান,আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম, রকিবুল হাসান, জাকের আলি অনিক

বিদেশি: শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, ওয়াহাব রিয়াজ, আসিফ আলী , লরি ইভান্স, লুইস রিচ।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »