মাশরাফি কি আসলেই তৃতীয় পক্ষ? মুখ খুললেন সিইও

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেটারদের ১১ দফা দাবি নিয়ে আন্দোলন ডাকে তারা তবে সেখানে দেখা মিলেনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজার। তাঁর দেখা না মিললেও নিজের অফিসিয়াল পেজে আন্দোলনের সাথে একাত্মা প্রকাশ করেন। এছাড়াও তিনি মূখ খুলেন তার না থাকা নিয়ে। তিনি বলেন তিনি কি না কিছুই জানতেন না আলোচনার ব্যাপারে যা কি না অবাক করেছে পুরো ক্রিকেট অঙ্গনকে।

আজ সকালে হঠাৎই শোনা যায় ক্রিকেটারদের মাঠে ফিরিয়ে আনার আহ্বান জানাতে মাশরাফির কাঁধে দায়িত্ব তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি দৈনিক সমকালকে জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম। তিনি জানান ক্রিকেটার ও বোর্ডের মাঝে সমঝোতা আনতে মাশরাফি কাজ করছেন তৃতীয়পক্ষ হয়ে। মাশরাফি ক্রিকেটার ও বোর্ডের মাঝো তৃতীয় পক্ষ হয়ে কাজ করছেন কি না এমন প্রশ্ন করে বসেন সাংবাদিকরা।

এ বিষয়ে তিনি বলেন, ‘মাশরাফি জাতীয় দলের খেলোয়াড়, এখনও ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে বহাল রয়েছেন। ক্রিকেট ছাড়াও তিনি জাতীয় সংসদের সদস্য হিসেবে আছেন। তিনি সমঝোতা করার দায়িত্ব নিয়েছেন কি না কিংবা প্রধানমন্ত্রী তাকো সমঝোতার দায়িত্ব দিয়েছে কি না সে ব্যাপারে আমরা অবগত নই। তবে তিনি চাইলে কিংবা প্রধানমন্ত্রী চাইলে এমন কিছু হতেই পারে।’

বোর্ডের অক্লান্ত চেষ্টার পর অবশেষে তামিম ইকবালের সাথে যোগাযোগ করতে পেরেছে। তামিম ইকবাল তার সতীর্থদের নিয়ে আলোচনা করবেন তারপর আজ বিকেল ৫ টায় দুই পক্ষের মাঝে সমঝোতা সূচক আলোচনা সভা হবে বলে মনে করছেন সিইও। আলোচনা করতে বোর্ড প্রস্তুত রয়েছেন বলে তিনি জানিয়েছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »