মাশরাফি ইস্যুতে সমালোচকদের এক হাত নিলেন তামিম

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ ক্রিকেটের উত্থান পর্বের হিসেব কষতে গেলে হাতে গোনা যে কয়েকজন ক্রিকেটারের নাম আসে তার মধ্যে অন্যতম হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ইনজুরির সাথে লড়াই করে শল্যবিদের ছুরির নিচে গেছেন ডজনখানেক সময়। ফলে সেই তরুন মাশরাফির ক্ষিপ্র গতি বর্তমান মাশরাফির মধ্যে কিছুটা কমে এসেছে।

এবারের বিশ্বকাপে তিন ম্যাচে বল হাতে নিজের বোলিং কোটা পূর্ণ করতে পারেননি তিনি। নিজের বোলিং নিয়ে নিজেও কিছুটা আক্ষেপ করেছেন টাইগারদের অধিনায়ক। তবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে মাশরাফি যে একজনই সেটা আবারও মনে করিয়ে দিলেন ওপেনার তামিম ইকবাল।

উইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে এসে মাশরাফির সমালোচকদের এক হাত নেন তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনার বলেন, ‘কথাটা কারা বলে সেটা গুরুত্বপূর্ণ। আমার কথা বাদই দিলাম, মাশরাফি ভাইয়ের কথাই বলা যাক। একটা ইন্টারভিউয়ে বলেছিলাম যারা এটা নিয়ে কথা বলছে বা আলোচনা করছে তারা লেখা বাঁ বলার আগে যদি দুই মিনিট চিন্তা করে যে, কাকে নিয়ে বলছি , কার ব্যাপারে বলছি তিনি কি করেছেন গত ১৫-১৬ বছর ধরে বাংলাদেশের জন্য। মনে করুন সে আনফিট, এটা তো দশ বছর ধরেই আনফিট। ওই সময় কিন্তু আবেগি হয়ে দেখেছি আমরা। এখন একটু উনিশ-বিশ হচ্ছে এটাকেই আমরা বড় করে দেখছি।’

বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির অবদানের খন্ডচিত্রের উল্লেখ করে তামিম আরও বলেন, ‘যার হাত ধরে আমরা এতদূর এসেছি তার সম্পর্কেই আমরা এসব কথা বলছি। এটা খুবই দুর্ভাগ্যজনক। বাংলাদেশ ক্রিকেটকে এতদূর আনার জন্য ওনি যা করেছেন ওনার সম্পর্কে এমন মন্তব্য করা অশোভন।’

ভারতের অজিত আগারকার মাশরাফি সম্পর্কে বলেছিলেন , ‘মাশরাফিকে দলের বাইরে রাখা উচিত। তাই তামিমের থেকে রক্ষা পেলেন না আগারকারও। ‘তিনি (মাশরাফি) যা করেছেন অবশ্যই সম্মানের দাবি রাখেন। অন্যরা কি বলছে তাতে আমি পাত্তা দেই না। কিছু বিদেশি ক্রিকেটার আছেন তারাও এ ব্যাপারে বলেছে। তো ওরা জীবনে কি করেছেন? ওনারা তাদের ক্যারিয়ারে কি করেছেন যে একটা মানুষকে নিয়ে এভাবে বলেন।’

‘দেশের বাইরের মানুষ কি বলছে সেটা গুরুত্বপূর্ণ না। কিন্তু দেশের মানুষের এটা বুঝা উচিত যে, আমি মাশরাফিকে নিয়ে মন্তব্য করছি তিনি তোদেশের জন্য অনেক কিছু করেছেন। ভালো খেলবেন, খারাপ খেলবেন, আবার ভালো খেলবেন এই চক্রের মধ্য দিয়েই তো আপনাকে যেতে হবে। শুধু ভালো খেললেই পাশে থাকবে এমনটাতো না। খারাপ খেললেও থাকতে হবে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »