সাজিদা জেসমিন »
বলা হয়ে থাকে ক্রিকেট ভদ্রলোকের খেলা৷ এ-র প্রমাণ হর-হামেশাই মিলে ক্রিকেট মাঠে। সেটা হোক ম্যাচকালীন সময়ে অথবা ব্রেক। মিরপুরে হোম অব ক্রিকেটে চলছে বিবিপিএলের ৩য় পর্ব৷ মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং ঢাকা প্লাটুন। ঢাকা প্লাটুনের দেওয়া ১২৫ রানের টার্গেটে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
দুর্দান্ত বোলিং লাইনআপ দিয়ে ঢাকাকে ছোট রানের চাকায় আটকে দিয়েছে চট্টগ্রাম। তবে ব্যাট করতে নেমে ৩য় ওভারেই হারালেন ২টি উইকেট। যখন প্লাটুন তরুণ মেহেদী হ্যাট্রিকের পথে তখন ঘটে চমকপ্রদ ঘটনা। যা ক্রিকেটীয় ভাষায় স্পোর্টসম্যানশিপ।
মেহেদীর বলে ডিফেন্ড করেন ইমরুল কায়েস। ডিফেন্ড করার পরে ক্রিজ ছেড়ে একটু সামনে এগিয়ে আসতেই পিছন থেকে সুযোগসন্ধানী মুমিনুল হক বল হাতে স্টাম্পে আঘাত করেন। এরপর আউট দেওয়ার জোরালো আবেদন করেন আম্পায়ারের কাছে।
তবে বাঁধ সাধেন প্লাটুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দ্বিধাহীনভাবে আম্পায়ারকে ইশারায় জানিয়ে দেন এটা বিবেচনায় আনা হোক এমনটা চান না তিনি। মিরপুর বাসী আবার দেখলো স্পোর্টসম্যানশিপ। বরাবরই মাঠে স্পোর্টসম্যানশিপের উদাহরণ হয়ে রইলেন প্লাটুন অধিনায়ক মাশরাফি।