https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
২০১৯ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শেষ বিশ্বকাপ। মাশরাফি বিন মর্তুজা যাকে সবাই চিনে নড়াইল এক্সপ্রেস নামে। এই লড়াকু ক্রিকেটার দেশের ক্রিকেটের একটি বড় সম্পদ। মাশরাফি একসময় গতি দিয়ে প্রতিপক্ষকে কাবু করতে পারতেন মাশরাফি। কিন্তু ইনজুরির থাবায় পড়ে সেই গতি তো বাদ মাশরাফির ক্যারিয়ার হুমকির মুখে পড়েছিলো। তবে লড়াকু মাশরাফি থেমে থাকেননি। নিজের সাথে লড়েছেন। ইনজুরিকে বুড়ো আংঙ্গুল দেখিয়ে আবারো ক্রিকেটে ফিরে আসেন। মাশরাফি তার নেতৃত্বের গুণে সকলকে মুগ্ধ করেছে। ২০১৫-২০১৯ এই চার বছরে বদলে যাওয়া বাংলাদেশের কান্ডারি তো মাশরাফি। এমনকি এই মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল ২০১৫ সালের বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলে এবং ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে সেমি ফাইনালে খেলে। এমনকি ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপের ফাইনালে যাওয়ার পেছনে নেতৃত্বের গুরুদায়িত্ব পালন করেন মাশরাফি। এই বিশ্বকাপে মাশরাফি ছিলেন ব্যর্থ। তবে এই এক বিশ্বকাপ দিয়ে আমরা মাশরাফিকে তুলনা করতে পারবো না।
চলুন দেখে নেয়া যাক এবারের বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজার পারফরম্যান্স:
ম্যাচ: ৮
ইনিংস: ৫
নট আউট: ১
রান: ৩৪
সর্বোচ্চ: ১৫
গড়: ৮.৫০
স্ট্রাইক রেট: ৯৭.১৪
হাফ সেঞ্চুরি: ০
সেঞ্চুরি: ০
ডাক: ০
বাউন্ডারি: ১
ওভার বাউন্ডারি: ৩
এবার আসা যাক মাশরাফির বোলিং নিয়ে। এবারের বিশ্বকাপে মাশরাফির বোলিং নিয়ে অনেক সমালোচনা হয়। ৮ ম্যাচে মাত্র ১টি উইকেট। এটি কি মাশরাফির নামের সাথে মানানসই?
যাই হোক এবার এক নজরে দেখে নেয়া যাক কেমন ছিলো এবারের বিশ্বকাপে মাশরাফির পারফরম্যান্স:
ম্যাচ: ৮
ইনিংস: ৮
ওভার: ৫৬
মেইডেন: ১
রান: ৩৬১
উইকেট: ১
সেরা বোলিং ফিগার: ১/৬৮
গড়: ৩৬১.০০
ইকোনমি: ৬.৪৪
স্ট্রাইক রেট: ৩৩৬.০
৫ উইকেট: ০
মাশরাফির মতো এমন অধিনায়ক বাংলাদেশ আগে কখনো পায়নি। আর মাশরাফি বাংলাদেশ দলকে অনেক সাফল্য এনে দিয়েছে। তাই মাশরাফিকে এই একটি বিশ্বকাপ দিয়ে পরিমাপ করা মোটেও উচিত হবে না। মাশরাফির মতো এমন একজন ক্রিকেটারকে পরবর্তী বিশ্বকাপে আর দেখা যাবে না। সকল ক্রিকেট প্রেমীরা মাশরাফিকে অনেক মিস করবে।