https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলকে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। ইনজুরিতে পড়ে টেস্ট খেলা ছেড়েছেন বহু আগেই। সংক্ষিপ্ত ফরম্যাট টি-২০ও থেকেও অবসর নিয়েছেন ফলে ওয়ানডেতেই বল হাতে নেতৃত্ব দিচ্ছেন দলকে।
চলমান বিশ্বকাপেও বাংলাদেশ দল অংশ নিচ্ছে তার অধীনে থেকেই। আইসিসির প্রকাশিত এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের হেড কোচ স্টিভ রোডস মাশরাফি সম্পর্কে বলতে গিয়ে জানান মাশরাফি একজন অসাধারণ ক্রিকেটার। শুধু তাই নয় দলের সবাই তাকে অধিনায়ক হিসেবে বেশ শ্রদ্ধা করে বলেও জানান কোচ।
রোডস বলেন, ‘একজন অসাধারণ ক্রিকেটার মাশরাফি। নতুন কিছু শিখতে চায় সবসময় সে। নিজেকে ছাড়িয়ে যাবার প্রবণতা তার মধ্যে দেখি আমি।’
‘মানুষ হিসেবে সে সতিই দারুণ। তার সাথে কাজ করাটা বেশ উপভোগ করি আমি। কোনো জটিলতা তার মধ্যে আমি দেখতে পাই না। তার সাথে আমার সম্পর্কটাও বন্ধুত্বপূর্ণ। সামনে থেকে সে দলকে এগিয়ে নিয়ে যায়। দলের সবাই তাকে অনেক শ্রদ্ধা করে। তার কথা সবাই মানে। মাশরাফির মত একজন দলনেতা পাওয়া বাংলাদেশের জন্য সত্যি সৌভাগ্যের ব্যাপার।’- বলেন রোডস।