মাশরাফির বাবার অসুস্থতার সর্বশেষ অবস্থা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে দলের অধিনায়ক ও নড়াইল – ২ আসনের মাননীয় সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন হঠাৎই অসুস্থ হয়ে হয়ে পড়েন। শুক্রবার রাত ১০ টার দিকে হঠাৎ ই অসুস্থতা অনুভব করেন পরে দ্রুত চিকিৎসকদের খবর দিলে চিকিৎসকরা এসে তাকে হাসপাতালে পাঠানোর কথা বলেন। পরে তাকে যশোর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে যশোর সামরিক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হলে সেখানে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা দেয়া হয়। পরে ডাক্তাররা তার অসুস্থতার কারন হিসেবে বলেন আসলে মাসেলের পেইনের কারনে মূলত তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে একটি বিশ্বস্ত সুত্র জানা গেছে এখন মোটামুটি সুস্থ আছেন মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন। তবে রাতে যদি অসুস্থতা বেড়ে যায় আবার তাহলে কাল ঢাকায় আনা হবে বলে জানা গিয়েছে।

বাবার অসুস্থতার কথা শুনে বাড়িতে সবসময় খোঁজ-খবর রাখছেন মাশরাফি বিন মোর্ত্তজা। এদিকে ঢাকায় বেশ ব্যস্ত সময় পার করছেন বলে আপাতত বাবার কাছে নেই তিনি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »