নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সিরিজকে সামনে রেখে ইতিমধ্যে সূচি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এই সিরিজেও বরাবরের মতো টাইগারদের নেতৃত্বে থাকছেন মাশরাফি বিন মর্তুজা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।
শ্রীলঙ্কা সফরে মাশরাফি’র নেতৃত্ব নিয়ে হাবিবুল বাশার বলেন, ‘সে (মাশরাফি) যদি ফিট থাকে অবশ্যই খেলবে। সে দলের অধিনায়ক। চোট নিয়েই মাশরাফি বিশ্বকাপ খেলেছে। তবে তাকে ফিটনেস টেস্ট দিতে হবে। এছাড়াও মাহমুদউল্লাহ আর মুশফিকুর রহিমের ইনজুরির সমস্যা রয়েছে। আশা করি তারাও সুস্থ হয়ে যাবে।’
অন্যদিকে শ্রীলঙ্কা সফরে ছুটি চেয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস। তাদের ব্যাপারে হাবিবুল বাশার বলেন, ‘আমরা সাকিব-লিটনের বিষয় নিয়ে আলোচনা করেছি। তারা শ্রীলঙ্কা সফরে না গেলে তাদের পরিবর্তে কারা খেলবে সেটা নিয়েও কথা হয়েছে। বিয়ের অনুষ্ঠানের জন্য লিটন ছুটি চেয়েছে। সাকিবও ছুটি চেয়েছে। তবে তার (সাকিব) ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সব কিছুর জন্যই আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’
আগামী ২০ জুলাই ঢাকা ছাড়ার কথা রয়েছে টাইগারদের। আর সিরিজকে সামনে রেখে আগামীকাল রবিবার (১৪ জুলাই) দল ঘোষণা করার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সূচী অনুযায়ী আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। একই মাঠে সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৯ ও ৩১ জুলাই।