মাশরাফির চোখে ম্যাচ হারার কারন

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানো এবং দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে স্বল্প রান করে লড়াই চালিয়ে গেলেও ইংলিশদের রান পাহাড় আটকাতে পারেননি বাংলাদেশের বোলাররা। প্রথমে ব্যাট করতে নেমা ইংলিশদের ইনিংসে জেসন রয়ের দুর্দান্ত ১৫৩ রানের ইনিংসটিই ছিল তাদের রান পাহাড় গড়ার ভিত।

ম্যাচ শেষে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা জানান জেসন রয়ের মত একজন ব্যাটসম্যানকে আটকে রাখা কঠিন। শুধু তাই নয় ইংল্যান্ড অনেক বড় স্কোর গড়েছিল বলেও মন্তব্য করেন মাশরাফি।

তিনি বলেন, ‘৩৮৬ আসলে অনেক বেশি রান। তাদের ব্যাটসম্যানদের সাধুবাদ দিতেই হবে। জেসন রয়ের মত একজন ব্যাটসম্যান সেট হয়ে গেলে তাকে আউট করা কঠিন। তাকে আউট করতে হবে এমন ভাবনা আমাদের ছিলই। ম্যাচ জেতার জন্য আমাদের এটা করতেই হত।’

এদিকে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত সম্পর্কে জানাতে গিয়ে ম্যাশের ভাষ্য, ‘এখানে কাভারের নিচে প্রায় দেড় দিন পিচটা ছিল। তাই টস জিতলে বোলিং নেয়ার সিদ্ধান্তটা আসলে সহজ ছিল। কখনও কখনও উইকেট নিতে গেলে আসলে ভাগ্যও লাগে। ৩৩০ এর মধ্যে রান থাকলে হয়তো ভিন্ন কিছু হতে পারতো। আমার মতে রানটা অনেক বেশি হয়ে গেছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »