সাজিদা জেসমিন »
মাশরাফি সেদিন সংবাদ সম্মেলনে বলেছিলেন তিনি খেলতে চান। বিসিবি যদি মনে করেন তাকে সুযোগ দিবেন তাহলে জাতীয় দলের জন্য সেরাটা দিতে চান। আর তার নাহলে ঘরোয়া লীগেই সময় দিবেন। কিন্তু হঠাৎ করেই বিসিবি বোর্ড মিটিংয়ের পর জানা গেলো তিনি কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চাননা। নতুনদের জায়গা করে দিতেই নাকি মাশরাফির এমন সিদ্ধান্ত। নতুনদের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে খেলার সময় ক্যাচ নিতে গিয়ে বাঁ হাতের তালুতে গুরুতর ইনজুরিতে পড়েছেন তিনি। হাতে লেগেছে ১৪টি সেলাই। চিকিৎসকতো বলেই দিয়েছিলেন বিপিএল শেষ উনার৷ কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি এ-ই ব্যাপারে বিসিবির চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরীকে কিছু জানান নি। সাধারণত প্লেয়ারদের সামান্য ইনজুরির ব্যাপারেও বিসিবি চিকিৎসককে জানানো হয়, কিন্তু এবার হয়েছে এ-র ব্যতিক্রম।
১২জানুয়ারি, রোজ রোববার রাতে গণমাধ্যমকে বিসিবি প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী বলেন – ‘আমি আসলে কিছুই জানি না। মাশরাফি কিছু জানাননি। আর তার দল ঢাকা প্লাটুন থেকেও আমাকে কিছুই জানানো হয়নি। আমি বরং সাংবাদিকদের কাছ থেকে জেনেছি মাশরাফির এমন ইনজুরির খবর। আমি জানলে বলতে পারতাম, তার প্রকৃত অবস্থা কেমন। এমন অবস্থায় খেলা সম্ভব সম্ভব কি-না, তাও বলতে পারছি না।’