মাশরাফির অবসরের খবর জানা যাবে দুইদিন পর!

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর জিম্বাবুয়েকেও সাথে যুক্ত করা হবে ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের জন্য। তবে নতুন খবর হলো জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজও আয়োজন করা হতে পারে যদি মাশরাফির পক্ষ থেকে গ্রিন সিগনাল পায় বোর্ড।

চলতি বছর হ্যে যাওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ছিল মাশরাফির শেষ বিশ্বকাপ। গুঞ্জন ছিল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই বিদায় জানানো হতে পারে তাকে। তবে সেই ভাবনা থেকে সরে আসেন মাশরাফি। দেশের মাটিতেই ক্রিকেটকে বিদায় জানাতে চান এই কিংবদন্তী ক্রিকেটার।

তবে সেখানে বাঁধ সেজেছে দেশের মাটিতে প্রায় দশ মাস কোনো ওয়ানডে ম্যাচ না থাকায়। এত লম্বা সময় পর্যন্ত কী ম্যাশ অপেক্ষা করবেন? কিংবা কবে নাগাদ অবসরে যাবেন মাশরাফি? এমন প্রশ্নের জবাবটা এখন পর্যন্ত না পাওয়া গেলেও আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানদে সিরিজ আয়োজন করেই বিদায় দেয়া হতে পারে মাশরাফিকে। যদিও সেটা নির্ভর করছে নড়াইল এক্সপ্রেসের মর্জির উপরই।

দেশের প্রথম সারির দৈনিক ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে বোর্ডের এক উর্ধতন কর্তার বরাত দিয়ে জানানো হয়েছে দুই একদিনের মধ্যেই মাশরাফির সাথে কথা বলে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ আয়োজনের ব্যাপারে নিশ্চিত হয়া যাবে।

ওই সূত্রটি জানায়, ‘এই সিরিজ আয়োজন করতে অনেক খরচের ব্যাপার রয়েছে। জিম্বাবুয়েকে রাজিও করাতে হবে। যদি জিম্বাবুয়ে রাজি হয় তাহলে বোর্ডের পক্ষ থেকে ৬০ লাখ টাকার বাজেট করতে হবে। সবকিছুর আগে মাশরাফির মতামতটা বেশি জরুরি। দুই-একদিনের মধ্যেই বোর্ড সভাপতি মাশরাফির সাথে এই ব্যাপারে কথা বলবেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »