https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপই হতে যাচ্ছে মাশরাফির ক্রিকেট ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তবে শেষ বিশ্বকাপে এসে এখন পর্যন্ত মাশরাফির ঝুলিতে রয়েছে কেবল একটি উইকেট। মূলত ইংল্যান্ডের কন্ডিশনে গতিময় বোলাররা ছড়ি ঘুরিয়েছেন ব্যাটসম্যানদের উপর। যা মাশরাফির কাছ থেকে আশা করা যায় না। ইনজুরির সাথে লড়াই করা টাইগার কাপ্তান এখন আর জোরের উপর বল ছুঁড়তে পারেন না।
তবে মাশরাফির এই উইকেট না পাওয়া নিয়ে চিন্তিত নন দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। তিনি মনে করেন মাশরাফি উইকেট না পেলেও যে ইকোনোমিকাল বল করে যাচ্ছেন ম্যাশ তা প্রসংশার দাবিদার।
ওয়ালশ বলেন, ‘উইকেট পাওয়াটাই সবসময় মূল বিষয় হয়ে দাঁড়ায় না। রান রেটও অনেক বড় ব্যাপার। মাশরাফি এই টুর্নামেন্টে উইকেট পাচ্ছে না। অনেক বোলারই পাচ্ছে না। তবে মাশরাফির ইকোনোমি রেট কিন্তু ভালো।’
‘সে খুবই ভালো বল করছে। আমি আশা করি দ্রুতই সে উইকেট পাওয়া শুরু করবে। তার উইকেট না পাওয়া নিয়ে আমি চিন্তিত নই। সে যেন তার কাজটা ঠিকমত করতে পারে সেদিকেই আমি গুরুত্ব দিচ্ছি। মাশরাফি যদি উইকেট পায় তাহলে আমাদের জন্য বোনাস। এখনও যেহেতু দুটি ম্যাচ আছে আশা করি সে এটা করে দেখাবে।’