https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
চলতি মাসের ২০ তারিখ বাংলাদেশ দলে শ্রীলঙাক্য যাবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। এই সিরিজকে কেন্দ্র করে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
লঙ্কা সফরে ছুটিতে রয়েছেন সাকিব আল হাসান এবং লিটন কুমার দাস। তাদের বদলে দ্দলে অন্তর্ভূক্তি হয়েছে স্পিনার তাইজুল ইসলাম এবং এনামুল হক বিজয়। দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে থাকা এনামুল নিজেকে প্রমাণ করার তাই আরও একটু সুযোগ পেলেন।
অন্যদিকে টাইগারদের সাদা পোশাকের দলে নিয়মিত মুখ তাইজুল ইসলামও জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। বিশ্বকাপ স্কোয়াডে থেকেও বাদ পড়েছেন আবু জায়েদ রাহী।
এক নজরে শ্রীলঙ্কা সিরজের জন্য বাংলাদেশের স্কোয়াডঃ
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, রুবেল হোসেন, সাব্বির রহমা, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম এবং মেহেদী হাসান মিরাজ।