মালিঙ্গার কাছে অসহায় আত্মসমর্পন নিউজিল্যান্ডের

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে পাল্লেকেলেতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড। লাসিথ মালিঙ্গার বোলিং তোপে পড়ে ৩৭ রানের ব্যবধানে হেরে বসেছে নিউজিল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ওপেনিং জুটিতে স্কোরবোর্ডে যোগ করে ৩১ রান। দানুশকা গুনাথিলাকা ও কুশল পেরেরা মিলে এই রান তোলার পর ব্যক্তিগত ৩ রানে বিদায় নেন পেরেরা। স্বল্প বিরতিতে সাজঘরে ফাইন অভিষেকে ফার্নান্দোও। ওপেনার গুনাথিলার সাথে জুটি বেধে ধীর গতিতে এগিয়ে যেতে থাকেন নিরোশান ডিকওয়েলা। ২৫ বলে ৩০ রান করে গুনাথিলাকা ফেরত গেলে হাল ধরেন লাহিরু মাদুশাংকা। ডিকওয়েলার ২৪ রানের সাথে মাদুশাংকার ২০ আর শেষের দিকে উইন্দো হাসারাঙ্গার অপরাজিত ১৪ রানে ভর করে ১২৫ রানের লড়াকু পুঁজি পায় লাসিথ মালিঙ্গার দল।

জবাবে ব্যাট করতে নামলে দলীয় ১৫ রানে কিউই শিবিরে প্রথম আঘাত হানেন লঙ্কান অধিনায়ক লাসিথ মালিঙ্গা। একই ওভারের চার বলে হ্যাটট্রিক সহ ৪ উইকেট নিয়ে কিউইদের বিপাকে ফেলে দেন তিনি। সেখান থেকে মিচেল স্যান্টনার কিছুটা বিপর্যয় সামাল দেন। তবে তার ইনিংস স্থায়ী হয় মাত্র ব্যক্তিগত ১৬ রান পর্যন্ত। শেষের দিকে ব্যাট হাতে লড়াই চালান টিম সাউদি। একপ্রান্তে সাউদিকে রেখেই বাকি ব্যাটসম্যানরা আসা-যাওয়ার মিছিলে যোগ দিলে ইনিংসের ৪ ওভার বাকি থাকতেই ৮৮ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। কিউই ব্যাটসম্যানদের মধ্যে আট জন তাদের রান নিয়ে যেতে পারেননি দুই অঙ্কের ঘরে! ফলে লঙ্কানরা ম্যাচটি জিতে নেয় ৩৭ রানের ব্যবধানে।

বল হাতে শ্রীলঙ্কার হয়ে লাসিথ মালিঙ্গা একাই নেন ৫ উইকেট। এছাড়া আকিলা ধনঞ্জয়া ২টি, সান্দাকান ১টি এবং হাসারাঙ্গা নেন ১টি উইকেট।

উল্লেখ্য, তিন ম্যাচ টি-২০ সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছে লঙ্কানরা। এই জয়ে তাই হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »