মালদ্বীপ অলআউট ৬ রানে, বিশাল জয় বাংলাদেশের মেয়েদের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাউথ এশিয়ান গেমসে এসে একের পর এক নাকানিচুবানি খাচ্ছে মালদ্বীপ নারী ক্রিকেট দল। তাদের পারফরম্যান্স কিংবা খেলার ধরন দেখে মনে হয়েছে সাউথ এশিয়ান গেমসে এসেই কেবল ব্যাট ধরা শিখতেছে। এর আগে এর ব্যাট হাতে কখনো ক্রিকেট খেলতে নেমেছে কি না সন্দিহান।বল ছুড়ে মারা দেখেও মনে হচ্ছে এরা কেবল বল ছুড়ে মারা শিখছে নেহাত আর কিছু নয়। একের পর এক লজ্জার রেকর্ডের সম্মুখে পতিত হচ্ছে মালদ্বীপ নারী ক্রিকেট দল।

প্রথমে ম্যাচে নেপালের কাছে মাত্র ১৬ রানে অলআউট আর দ্বিতীয় ম্যাচে এসে শ্রীলঙ্কার কাছে মাত্র ৩০ রানে গুটিয়ে যায় মালদ্বীপের নারীরা। প্রথম ম্যাচের ১৬ থেকে ২য় ম্যাচে ৩০ হলে মনে হয়েছিলো হয়তো উন্নতি ঘটছে তবে তাতে চুরাবালি মেখে দিয়েছেন বাংলাদেশের সাথে এসে। বাংলাদেশ নারী দলের সালমা খাতুন আর রিতু মনির বোলিং তোপে মাত্র ৬ রানেই গুটিয়ে যায় মালদ্বীপের নারীরা। এ যেন এভারেস্টের চূড়ায় উঠতে গিয়ে পাদতলেই পিছলে গিয়ে মৃত্যুবরণ।

২৫৬ রানের পাহাড় সমান রান তাড়া করতে নেমে বাংলাদেশের নারী বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি মালদ্বীপের ব্যাটসম্যানরা। ১২ ওভার ব্যাট করে মাত্র ৬ রানেই গুটিয়ে যায় মালদ্বীপ নারী ক্রিকেট দল। বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নেন সালমা খাতুন ও রিতু মনি। আর তাতেই ২৪৯ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে হারিয়ে বিপাকে পড়ার শঙ্কা জাগলেও সেই শঙ্কার পানি ঢেলে দেন নিগার সুলতানা জ্যোতি ও ফারজানা হক। দুই জনের মারমুখী ব্যাটিং তান্ডব চলে মালদ্বীপের বোলারদের উপর। দুই জনের সেঞ্চুরিতে বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে প্রথম নারী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি তুলে নেন নিগার সুলতানা। মাত্র ৫৯ বলেই শতক তুলে নেন নিগার সুলতানা। জ্যোতির পর মাত্র ৪৯ বলেই শতক তুলে নেন ফারজানা হক। শেষ পর্যন্ত নিগার সুলতানা ৬৫ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১১৩ রানে অপরাজিত থাকেন আর ৫৩ বলে ২০ চারের সাহায্যে ১১০ করে অপরাজিত থাকেন ফারজানা হক। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৫৫ রানে বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ নারী দল।

সংক্ষিপ্ত স্কোর কার্ড :

মালদ্বীপ নারী দল : ৬/১০ ( ওভার ১২) শাম্মা আলি ২, রিতু ৩/১, সালমা ৩/২

বাংলাদেশ নারী দল : ২৫৫/২ ( ওভার ২০) নিগার সুলতানা ১১৩*, ফারজানা হক ১১০*, শাম্মা আলি ১/৩৮

ফলাফল: বাংলাদেশ ২৪৯ রানে জয়ী।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »