মার্চের ২৯ তারিখে শুরু হচ্ছে আইপিএল

সাজিদা জেসমিন »

নিলাম শেষ হয়েছে আগেই। এখন শুধুই অপেক্ষা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক সবচেয়ে বড় টুর্নামেন্ট আইপিএলের ১৩তম আসরের। গুঞ্জন উঠেছিলো যে গুজরাটে অবস্থিত সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে হবে আইপিএলের ফাইনাল। কিন্তু সব গুঞ্জন উড়িয়ে দিয়ে মুম্বাইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামকেই ভেন্যু হিসেবে বিবেচনা করা হয়েছে।

আইপিএলের ফাইনাল দিয়ে সর্দার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামের পর্দা উঠবে, কিন্তু সম্পূর্ণ কাজ সম্পন্ন না হওয়ায় ওয়াঙ্খেড়েতেই হবে ম্যাচ।২৭ জানুয়ারি আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে ফাইনাল ম্যাচের ভেন্যু নিশ্চিত করেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ম্যাচের সময় পরিবর্তন হচ্ছে না এমনটাও নিশ্চিত করেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। ১দিনে ২টা করে ম্যাচ হবে। প্রথম ম্যাচ বিকেল ৪টায় শুরু হবে এবং ২য় ম্যাচ রাত ৮টা থেকে শুরু হবে।

উল্লেখ্য, আগামী ২৯ মার্চ থেকে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বড় এই আসর শুরু হবে। যা চলবে আগামী ২৪শে মে পর্যন্ত। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও হবে মুম্বাইয়ের ওয়াঙ্খেড়ে স্টেডিয়ামে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »