মানি কে কড়া ভাষায় জবাব দিলেন বিসিসিআই কর্মকর্তা

সাজিদা জেসমিন »

পাকিস্তান -বাংলাদেশ সিরিজ নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। বাংলাদেশ আদৌ টেস্ট খেলতে রাজি হবে কিনা সেটা নিয়েই রয়েছে অনিশ্চয়তা। আর এদিকে পাকিস্তান বোর্ড কর্তার একের পর এক ছোঁড়া তীর যেন বাংলাদেশের পাশাপাশি লাগছে গিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতেও। শ্রীলঙ্কার পাকিস্তান সফরের কারণে পিসিবি কর্তা মনে করেন বাংলাদেশের ও পাকিস্তান সফর নিরাপদ।

আর নিজ দেশের নিরাপত্তার বিবৃতি দিতে গিয়ে ইশারা করলেন ভারতের দিকে। মানি বলেছিলেন – ‘শ্রীলঙ্কার জন্য নিরাপদ হলে বাংলাদেশের জন্য ও পাকিস্তান নিরাপদ। আর পাকিস্তান তুলনামূলকভাবে ভারতের চাইতেও বেশি নিরাপদ। ‘

আর পিসিবি কর্তার এহেন মন্তব্যে চটেছেন বিসিসিআই এ-র শীর্ষ কর্তা অরুণ সিং। এ-র কড়া জবাব দিতেও ভুলেন নি তিনি। মানি নিজেই যে নিরাপত্তাহীনতায় ভুগছেন হয়তো এমনটাই ছিলো অরুণের ইশারা।

অরুণ বলেন – ‘ তাদের উচিত প্রথমে নিজ দেশের প্রতি নজর দেওয়া, নিজেদের নিরাপত্তা কতটুকু সেদিকে দৃষ্টিপাত করা। আমাদের নিরাপত্তা নিশ্চয়নের জন্য আমরা আছি। যে লোক নিজেই দেশে দীর্ঘ সময় অবস্থান করেন না তার মুখে নিরাপত্তার বিষয়ে মন্তব্য শোভা পায়না। তিনি পাকিস্তানে খুব কম সময় অবস্থান করেন, সে হিসেবে তার পাকিস্তানের নিরাপত্তা নিয়ে মন্তব্য করাও অনুচিত। এ-র পূর্বে পাকিস্তানের অবস্থা তার বোঝা উচিত।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »