শোয়েব আক্তার »
ক্রিকেটিয় আইনে মানকাড আউটের বৈধতা দেওয়া থাকলেও অনেকই এটাকে ক্রিকেটের চেতনাবিরোধী বলে মনে করে থাকেন। অনেকে আবার এটাকে সমর্থন ও করেন। তাই, মানকাড আউট হলেই ক্রিকেট বিশ্বে শুরু হয়ে যায় পক্ষে-বিপক্ষে আলোচনা, সমালোচনা।
গত পরশু (৩১ জানুয়ারি) অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের চতুর্থ কোয়াটার ফাইনালে আফগানিস্তানের বোলার নূর আহমদ পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হোরায়রা কে মানকাড আউট করলে ক্রিকেট বিশ্বে এ নিয়ে বিতর্ক আবার ও মাথাচাড়া দিয়ে উঠেছে। এবার এই বিতর্কে যোগ দিয়েছেন ইংলিশ পেসার জিমি এন্ডারসন ও ভারতের বোলার রবিচন্দ্র অশ্বিন।
২০১৯ আইপিএলে রাসস্থান রয়্যালসের ব্যাটসম্যান জস বাটলার কে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে রবিচন্দ্র অশ্বিন একই ভাবে আউট করলে তখনও এ দুজন বিতর্কে জড়িয়ে পড়েন। টুইটারে নিজের ক্ষোভ ঝাড়তে এন্ডারসন শ্রেডার মেশিন দিয়ে কুচি কুচি করে অশ্চিনের ছবি কেটে ফেলেছিলেন। পরে অবশ্য নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা ও চেয়েছিলেন।
যুব বিশ্বকাপে আফগান চায়নাম্যান বোলার পাকিস্তানি ব্যাটসম্যান কে মানকাড আউট করায় টুইটারে এন্ডারসন আইসিসি ও এমসিসি’র প্রতি অনুরোধ করেন মানকাডিং আউট কে তুলে দেওয়ার জন্য। টুইটারে তিনি লেখেন, দয়া করে আমরা কি এটি তুলে ফেলতে পারি না?
এন্ডারসনের টুইটের-ই অপেক্ষ করছিলেন হয়তো অশ্বিন। ভারতীয় এ অফ স্পিনার পাল্টা টুইট করে পুরোনো ক্ষতে প্রলেপ লাগানোর কাজ ভালো ভাবে করে ফেলেন। তিনি লেখেন, ‘আইনটি বাতিল করতে হয়তো অনেক সময় লাগবে। কিন্তু আপাতত শ্রেডার মেশিন দিয়ে কাজ চালানো যায়’!