মানকা‌ডিং বিত‌র্কে অ্যান্ডারসন-আশ্বি‌নের টুইট যুদ্ধ!

শোয়েব আক্তার »

ক্রি‌কে‌টিয় আইনে মানকা‌ড আউটের বৈধতা দেওয়া থাক‌লেও অনেকই এটা‌কে ক্রি‌কে‌টের চেতনা‌বি‌রোধী ব‌লে ম‌নে ক‌রে থা‌কেন। অনে‌কে আবার এটা‌কে সমর্থন ও ক‌রেন। তাই, মানকা‌ড আউট হ‌লেই ক্রিকেট বি‌শ্বে শুরু হ‌য়ে যায় প‌ক্ষে-‌বিপ‌ক্ষে আলোচনা, সমা‌লোচনা।

গত পরশু (৩১ জানুয়া‌রি) অনুর্ধ্ব-১৯ বিশ্বকা‌পের চতুর্থ কোয়াটার ফাইনা‌লে আফগা‌নিস্তা‌নের বোলার নূর আহমদ পা‌কিস্তা‌নের ব্যাটসম্যান মোহাম্মদ হোরায়রা কে মানকাড আউট কর‌লে ক্রি‌কেট বি‌শ্বে এ নি‌য়ে বিতর্ক আবার ও মাথাচাড়া দি‌য়ে উঠে‌ছে। এবার এই বিত‌র্কে যোগ দি‌য়ে‌ছেন ইং‌লিশ পেসার জি‌মি এন্ডারসন ও ভার‌তের বোলার র‌বিচন্দ্র অশ্বিন।

২০১৯ আইপিএ‌লে রাসস্থান রয়্যাল‌সের ব্যাটসম্যান জস বাটলার কে কিংস ইলে‌ভেন পাঞ্জা‌বের হ‌য়ে র‌বিচন্দ্র অশ্বিন একই ভা‌বে আউট কর‌লে তখনও এ দুজন বিত‌র্কে জ‌ড়ি‌য়ে প‌ড়েন। টুইটা‌রে নি‌জের ক্ষোভ ঝাড়‌তে এন্ডারসন শ্রেডার মে‌শিন দি‌য়ে কু‌চি কু‌চি ক‌রে অশ্চি‌নের ছ‌বি কে‌টে ফে‌লে‌ছি‌লেন। প‌রে অবশ্য নি‌জের ভুল বুঝ‌তে পে‌রে ক্ষমা ও চে‌য়ে‌ছি‌লেন।

যুব বিশ্বকা‌পে আফগান চায়নাম্যান বোলার পা‌কিস্তা‌নি ব্যাটসম্যান কে মানকাড আউট করায় টুইটা‌রে এন্ডারসন আইসি‌সি ও এম‌সিসি’র প্র‌তি অনু‌রোধ ক‌রেন মানকা‌ডিং আউট কে তু‌লে ‌দেওয়ার জন্য। টুইটা‌রে তি‌নি লে‌খেন, দয়া ক‌রে আমরা কি এটি তু‌লে ফেল‌তে পা‌রি না?

এন্ডারস‌নের টুই‌টের-ই অপেক্ষ কর‌ছি‌লেন হয়‌তো অশ্বিন। ভারতীয় এ অফ স্পিনার পাল্টা টুইট ক‌রে পু‌রো‌নো ক্ষ‌তে প্র‌লেপ লাগা‌নোর কাজ ভা‌লো ভা‌বে ক‌রে ফে‌লেন। তি‌নি লে‌খেন, ‘আইন‌টি বা‌তিল কর‌তে হয়‌তো অনেক সময় লাগ‌বে। কিন্তু আপাতত শ্রেডার মে‌শিন দি‌য়ে কাজ চালা‌নো যায়’!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »