https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সাড়ে তিনটায় মাঠ পরিদর্শনের কথা থাকলেও বৃষ্টি বাড়তে থাকায় বিকাল চারটায় মাঠ পরিদর্শন করবেন আইসিসির ম্যাচ অফিশিয়ালরা।
গতরাত থেকে বৃষ্টি হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচ ভেন্যু ব্রিস্টলে। ফলে ম্যাচটি মাঠে গড়ানো দেখা দিয়েছে শঙ্কা। স্থানীয় আবহাওয়া অফিস থেকেও জানানো হয়েছে বৃষ্টি হবার সম্ভাবনা ৯০ ভাগ। অর্থাৎ কাকতালীয় কিছু না হলে ম্যাচটি যে খুব সহজে মাঠে গরাচ্ছে না এটা নিশ্চিত।
এদিকে মাঠের আউটফিল্ডের পানি নিষ্কাশনের যে ব্যবস্থা সেট খুব বেশি সুবিধার নয়। থেমে থেকে বৃষ্টি হবার কারণে বাংলাদেশ সময় বিকাল ৩টায় টস হবার কথা থাকলেও সেটা হয়নি।
এর আগে দেশের বেসরকারি টিভি চ্যানেল সময় টিভি জানিয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মাঠে গড়ানোর ব্যাপারে আইসিসির ম্যাচ অফিশিয়ালরা সাড়ে তিনটায় মাঠ পরিদর্শন করার পর জানাবে।
বৃষ্টিতে যদি শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে না গড়ায় তাহলে পয়েন্ট ভাগাভাগি করতে হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে।