নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
মোশারফ হোসেন রুবেল নামটা বেশ পরিচিত নাম যারা অন্তত বাংলাদেশের ক্রিকেটের খেলা দেখেন আর খোঁজখবর রাখেন। গত ১৮ বছর ধরে খেলে আসছেন বাংলাদেশের ঘরোয়া লিগগুলোতে খেলেছেন জাতীয় দলের লাল সবুজ জার্সিতেও। ঘরোয়া লিগের সাথে জাতীয় দলের পারফরম্যান্সের অনেকটা ফারাক তবুও হটে যান নি মোশারফ রুবেল। দুই দফায় জাতীয় দলে খেলার সুযোগ পেলেও পারফরম্যান্সের বিচারে ছিলেন বেশ মলিন। ক্রিকেটটে ভালোবাসেন আর রুটি রোজগারের অবলম্বন ধরেই খেলে যাচ্ছেন ১৮ বছর ধরে।
গতবার ঢাকা প্রিমিয়ার লীগ খেলার সময় হঠাৎ ই মাথায় ব্রেইন টিউমার ধরা পড়ে। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করান রুবেল আর সেখানে আর্থিকভাবে দুই বার সহযোগিতা করে বিসিবি। ব্রেইন টিউমার অপসারন করা হলেও এখনো পুরোপুরি সুস্থ নন তিনি তাই তো এখনও চলছে কেমোথেরাপি। মাঠের ক্রিকেটে যুদ্ধ করছেন অনেক আগে থেকেই তবে সেখানে খুব বেশি সফল না হলেও জীবন যুদ্ধে অনেকটা সফলই বলা চলে এই বাঁহাতি স্পিনারকে। তিনি জানান মাঠের ক্রিকেটের যুদ্ধের মত জীবন যুদ্ধটাও চালিয়ে যেতে চান।
আজ সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি জানান, ‘আমি অনেক আগেই থেকেই অনুশীলন শুরু করেছি এখনও অনুশীলন করছি। জীবন যুদ্ধ আর মাঠের যুদ্ধ এই দুটোই আমাকে চালিয়ে যেতে হবে। আমিও চেষ্টাও করছি যত টুকু যুদ্ধ করা যায়। সবাই আমার জন্য দোয়া করবেন।’
এছাড়া তিনি আরও বলেন, ‘আমার এখনো কেমোথেরাপি চলছে। ডাক্তার বলেছেন আমি কেমোথেরাপির সময়টায় গ্যাপ দিয়ে খেলতে পারবো মানে হলো কেমোথেরাপির ১ সপ্তাহ পর খেলতে পারবো। সামনের মাসে আমার আবার কেমোথেরাপি নিতে হবে আর গ্যাপ দিয়ে খেলা চালিয়ে যেতে হবে।’