মাঠের দর্শকদের ধন্যবাদ জানালেন মাশরাফি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

মাত্র একদিন আগেই পাকিস্তান-উইন্ডিজের ম্যাচ দেখতে গিয়ে হতাশ হয়ে ফিরেছিলেন দর্শকরা। কেননা ম্যাচের স্থায়িত্ব যে ছিল মাত্র দুই ঘণ্টার মত। তাছাড়া টিকিট নিয়ে স্টেডিয়ামের বাইরে তো হট্টগোল ছিলই। তবে এদিক থেকে বিচার করলে বাংলাদেশের সমর্থকদের হয়েছে পয়সা উশুল।

১০০ ওভারের ম্যাচে বাংলাদেশ দল প্রথমে রান পাহাড় তৈরি করে ২১ রানে জিতে নিয়েছে ম্যাচ। ফলে ইংল্যান্ডে বসবাসরত বাংলাদেশি দর্শকরা ম্যাচ শেষে গ্যালারি ছেড়েছেন এক গাল হাসি নিয়েই।

বিশ্বকাপের ম্যাচ সুদূর বিলেতে হলেও দর্শকরা যেন সেটাকে বানিয়ে ফেলেছিলেন মিরপুরের হোম অব ক্রিকেট! দর্শকদের পর্যাপ্ত পরিমাণে সমর্থন পাওয়ায় ম্যাচ শেষে সমর্থকদের ধন্যবাদ জানাতে ভুল করেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি বলেন, ‘গ্যালারিতে সমর্থকরা আমাদের সাথেই ছিল। বাংলাদেশের পক্ষে থাকা সকল সমর্থকদের ধন্যবাদ। আশা করব আমাদের সমর্থকরা সবসময় এভাবেই সমর্থন দিয়ে যাবেন। ঘরে বসে টিভিতে যারা খেলা দেখেন তারাও জয় পাওয়ার অপেক্ষায়ই থাকেন। আশা করছি নিউজিল্যান্ডের বিপক্ষেও আমরা ভালো করব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »