মাঠের ক্রিকেটে যুক্ত থাকতে চাই – মাশরাফি

সাজিদা জেসমিন »

একহাতে ব্যান্ডেজ, ১৪ টি সেলাই নিয়ে একেবারে অনিশ্চিত ধরে নেওয়া হচ্ছিলো এবারের বিপিএল জার্নি। কিন্তু নাহ, ম্যাচ টাইমে ঠিক ক্রিজে দেখা গেলো মাশরাফিকে। একহাতেই ধরেছেন ক্রিস গেইলের ক্যাচ। যে ক্যাচ ধরতে দুহাত প্রয়োজন, একটা হাতেই লুফে নিয়েছেন সেই ক্যাচ। বলের গতি বেশি হলে ফলাফল কি হতো সেই ব্যাপারে তিনি নিজেও অজ্ঞাত।

বিপক্ষ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও এসে কুর্নিশ করে গেলেন। হাতে ব্যান্ডেজ নিয়ে ১৪টা সেলাই সহ মাঠে নামা, ব্যাটিং,বোলিং,ফিল্ডিং সব যেন অকল্পনীয় রিয়াদের কাছেও। টুর্নামেন্টে ভালো শুরু করেও ২ম্যাচে টানা হারের ব্যর্থতায় বিদায় নিয়েছে ঢাকা। কিন্তু আলোচ্য বিষয় নয় এগুলো নয়। আলোচ্য বিষয় মূলত মাশরাফির অবসর আলাপ।

মাশরাফি নিজেই এখনো ভাবছেন নাহ অবসরের কথা। পর পর দুই সংবাদ সম্মেলনে বললেন একই কথা। জাতীয় দলের ব্যাপারটা তিনি ছেড়ে দিয়েছেন বোর্ডের উপরে। তবে জাতীয় দলের বাইরে তিনি খেলবেন নাকি খেলবেন না তাতে তার নিজস্ব অধিকার বা স্বাধীনতা আছে এমনটা মনে করেন তিনি। মাহমুদউল্লাহর ও মত এ-ই ব্যাপারে একই।

রবিবার বিসিবি বোর্ড মিটিং এ-র পর বিসিবি থেকে জানানো হয়, মাশরাফির অনুরোধে তাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হচ্ছে নাহ। নতুনদের সুযোগ দিতে অনুরোধ করেছেন তিনি। অবসরের ব্যাপারে বিসিবির প্ল্যান থাকলেও মাশরাফি কিভাবে বিদায় নিবেন সেটা মাশরাফি ঠিক করবেন এমনটায় বলেছেন বিসিবি সভাপতি।

মাশরাফি ও বলেছেন এখনো কিছু ভাবছেন নাহ। তিনি বলেন – ‘ক্রিকেট বোর্ডে গতকাল পর্যন্ত চুক্তিবদ্ধ খেলোয়াড় ছিলাম। আজ থেকে নেই। বিসিবির বিরুদ্ধে যাওয়াকে গর্ব মনে করিনি কখনো। ক্রিকেটারের কাছে সর্বোচ্চ প্রাধান্য কাছে বোর্ড। তবে বিসিবিকে ধন্যবাদ, আমাকে আয়োজন করে অবসর দিতে চেয়েছেন বলে। আমি তো পূর্বেও বলেছি, সেরকম ইচ্ছে আমার নেই। কার কাছ থেকে নেব, সেটিও কথা। আমার তেমন কোনো ইচ্ছে নেই।’

‘আমি খেলাটা উপভোগ করছি বলেই খেলছি, সেটি জাতীয় দলের হয়ে খেলতে হবে এমনটা কথা নেই৷ জাতীয় দলের বাইরে আমি খেলবো কি খেলবোনা এই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তো আমার আছে। অনেকেইতো আছে যারা এখনো মাঠের ক্রিকেট থেকে অবসরে যায়নি। একটা সময় মনে হচ্ছিলো মাঠ থেকে বিদায় নেই। এখন মনে হয় প্রয়োজন নেই। ‘

আর মাহমুদউল্লাহ বলেন- ‘ক্রিকেট জিনিসটা ভালো লাগা থেকে খেলি। কারো কথায় যেমন শুরু করিনি, তেমনি কারো কথায় শেষ করবোনা। এটা উনার সিদ্ধান্ত উনার এ ব্যাপারে স্বাধীনতা আছে। উনাকে কুর্নিশ ১৪টি সেলাই নিয়েও ভালো খেলেছেন, অসাধারণ ক্যাচ নিয়েছেন।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »