নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
খেলার মাঠে আম্পায়ারের মৃত্যু এ কোন নতুন ঘটনা নয়। মাঠে আম্পায়ারদের মৃত্যু যেন প্রাত্যহিক রুটিনের একটা অংশ হয়ে গেছে। আজই প্রথম নয়, এর আগে আরও অনেকবার এমন ঘটনার সম্মুখীন হয়েছে ক্রিকেট বিশ্ব। এবার ক্রিকেট মাঠে ঘটলো আরও একটি মৃত্যুর ঘটনা। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত আম্পায়ারিং করা নাসিম শেখ এবার প্রাণ হারালেন ক্রিকেট মাঠে।
গতকাল ৭ ই অক্টোবর পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট লয়ার’সে আম্পায়ারের দায়িত্ব পালনের সময় হঠাৎ ই মাটিতে লুটিয়ে পড়েন নাসিম শেখ। তারপর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তার জানান, তিনি আরও আগেই মৃত্যুবরণ করেছেন। জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ৫২ বছর বয়সী এই আম্পায়ার।
তিনি অবশ্য বেশ কিছুদিন যাবৎই অসুস্থ ছিলেন। কিছুদিন আগে এনজিগ্রাম ও করা হয়েছে তার। একজন প্রত্যক্ষদর্শী জানান, ‘আম্পায়ারিং করার সময় হঠাৎ করেই তিনি মাঠে পড়ে যান। পরে তাকে হাসপাতালে নেয়া হয় কিন্তু হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন।’
অনেকদিন ধরেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিয়মিতভাবে আম্পায়ারের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। জীবনের শুরুর দিকে ছিলেন একজন মাংস বিক্রেতা। ইচ্ছা ছিলো ক্রিকেটার হওয়ার কিন্তু ক্রিকেটার হতে পারেননি। ক্রিকেটার হতে না পারলেও ক্রিকেটের প্রতি ভালোবাসা তাকে ক্রিকেট থেকে সরিয়েরাখতে পারেনি। পরে তিনি ক্রিকেটের আম্পায়ারিং পেশার সাথে যুক্ত হন।