মাঝারি মানের লক্ষ্য সৌম্যদের সামনে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হয়েছে আফগানিস্তান। শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে না পারলেও এখন শক্ত অবস্থানে রয়েছে আফগানিস্তান। টাইগারদের জয়ের জন্য ছুড়ে দিয়েছে ২০০ রান।

মিরপুরে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় সফরকারীরা। দলীয় ৪ রানে হাসান মাহমুদের বলে ওপেনার আব্দুল মালিক (১) আউট হয়ে ফিরে যান। তার পর ২৪ রানের মধ্যে তিনটি উইকেট হারায় আফগানরা। এ প্রথম তিনটি উইকেটই নেন হাসান মাহমুদ। এর পরে দলীয় ৩৬ রানে আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান মুনির আহমেদ’কে ২ রানে ফেরান সৌম্য সরকার। ফলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় আফগানিস্তান। তবে সে ধাক্কা একাই সামনে নেন আব্দুল রাসূল।

রাসূল ১২৮ বলে ৭ চারে ও ৭ ছয়ে ১১৪ রানের ইনিংস খেলে সৌম্য’র বলে আউট হয়ে ফিরে যান। দলের পক্ষে এটিই সর্বোচ্চ রানের ইনিংস। সৌম্য তাকে সহ শেষ ওভারে দুটি উইকেট শিকার করেন। ফলে আফগানিস্তান ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান সংগ্রহ করে। তাদের সর্বোচ্চ তিনটি উইকেট নেন হাসান মাহমুদ ও সৌম্য সরকার।

সংক্ষিপ্ত স্কোরকার্ডঃ-

আফগানিস্তান- ২২৮/৯(৫০)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »