মহিলা বিগব্যাশের ফাইনালে অ্যাডিলেড ও ব্রিসবেন

কে এম আবু হুরায়রা »

দিনের শুরুতে প্রথম সেমিফাইনালে টসে হেরে ব্যাটিং এ নেমে মেঘান স্কাটের বোলিং তোপে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান করে পার্থ। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন উইকেটরক্ষক জর্জিয়া রেডমাইন। ৪২ বলে ৩টি চার এবং ১টি ছক্কার সাহায্যে এ রান করেন তিনি। অ্যাডিলেডের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট শিকার করেন মেঘান স্কাট এবং ডেভিন।

জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতে উইকেট হারালেও শোফি ডেভিন এবং তালিয়া ম্যকগ্রার ৭৯ রানের জুটিতে সহজেই জিতে যায় অ্যাডিলেড স্ট্রাইকার্স। মাত্র ১৮ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছায় অ্যাডিলেড স্ট্রাইকার্স।

দিনের অপর ম্যাচে ২য় সেমিফাইনালে ব্রিসবেন হিট এবং মেলবোর্নের ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে জোসেফিন ডলির অপরাজিত অর্ধ্বশতকের উপর ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৩ রান তোলে মেলবোর্ন। ৩টি চার এবং ১টি ছক্কায় ৪২ বলে ৫০ রানে অপরাজিত থাকেন জোসেফিন ডলি।

ব্রিসবেনের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন সামি জো জনসন, জোনাসেন এবং অ্যামেলিয়া কের।

১৬৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মেডি গ্রীন এবং গ্রেস হ্যারিসের ব্যাটিং তান্ডবে ১২ বল এবং ৪ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছায় ব্রিসবেন হিটস।

অ্যাডিলেডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মলি স্ট্রানো। কার্লি লেসন এবং এরিকা কারশো শিকার করেন একটি করে উইকেট৷ ৪ উইকেট মের জয় নিয়ে ওমেন্স বিগব্যাশের ফাইনালে উঠলো ব্রিসবেন হিটস।

আগামীকাল বাংলাদেশ সময়ে সকাল ৯টা ৪০ এ ফাইনালে অ্যাডিলেডের মুখোমুখি হবে ব্রিসবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »