https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »
বিশ্বকাপের আগে পাকিস্তানের বিপক্ষে পাঁচটি ওয়ানডে এবং একটি টি-২০ ম্যাচের সিরিজের একমাত্র টি-২০তে ৭ উইকেটের বড় ব্যবধানে পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানের ওপেনার ফখর জামান ছিলেন ব্যর্থ। আরেক ওপেনার বাবর আজম হারিস সোহেলকে নিয়ে ইংলিশ বোলারদের জবাব দিতে থাকেন শক্ত হাতে। হারিস সোহেল ৩৬ বলে ফিফটি হাঁকিয়ে আর্চারের বলে ফিরে গেলে অপর প্রান্তে থাকা বাবরও তুলে নেন ফিফটি। বাবরের ইনিংস থামে ৪২ বলে ৬৫ রান করে রান আউটে কাটা পড়লে। শেষের দিকে ইমাদ ওয়াসিমের অপরাজিত ১৮ এবং ফাহিম আশরাফের ১৭ রানে চরে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে হাত খুলে খেলতে থাকেন জেমি ভিন্স। আরেক ওপেনার বেন ডাকেট সুবিধা করতে না পারলেও খোশ মেজাজে ব্যাট চালান জো রুট। ভিন্সের ব্যাট থেকে আসে ৩৬ রান এবং রুট কট বিহাইন্ড হবার আগে করেন ৪৭ রান। শেষে অধিনায়ক ইয়ন মরগানের ২৯ বলে ৫৭ রানের ঝড়ো ইনিংস এবং জো ডেনলির ২০ রানের কল্যাণে ইনিংসের ৪ বল বাকি থাকতেই ৭ উইকেটের জয় নিশ্চিত করে ইংলিশরা।
ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগান।