নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে-ডিপিএলে জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব, রূপগঞ্জ টাইসার্স ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। ব্রাদার্স ইউনিয়নকে ২ উইকেটে হারিয়েছে গুলশান।পারটেক্স স্পোটিং ক্লাবকে ৪ উইকেটে হারিয়েছে রূপগঞ্জ এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৪৬ রানে হারিয়েছে অগ্রনী ব্যাংক।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯০ রান করে ব্রাদার্স। বিশাল সর্বোচ্চ ৮৩ রান করেন। এছাড়া মিজানুর ৫০ ও আইচ মোল্লা ৬৫ রান করেন। গুলশানের পায়েল ও নাহিদ ৩টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.৩ ওভারে ৮ উইকেটে ২৯৪ রান তুলে জয় নিশ্চিত করে গুলশান। নাঈম ইসলাম ৫০, ইলিয়াস ৫৩, লিটন দাস ৩৩ এবং ফরহাদ রেজা ৪৭ ও মেহেদি ৩২ রানে অপরাজিত থাকেন। রহিম আহমেদ সর্বোচ্চ ৪২ রান করেন। ব্রাদার্সের সোহাগ গাজী ৪টি উইকেট নেন।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২২৩ রানে অলআউট হয় পারটেক্স। জয়রাজ ৫৪ ও রুবেল মিয়া ৫২ রান করেন। মাহমুদুল হাসান ও আল আমিন জুনিয়র ৩টি কেরে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে আব্দুল মজিদের দারুণ এক সেঞ্চুরিতে ৬ উইকেটে ২২৫ রান তুলে শেষ বলে রোমাঞ্চকর জয় পায় রূপগঞ্জ। মজিদ অপরাজিত ১০০ ও গালিব ৫০ রান করেন।
বিকেএসপির চার নম্বর মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৪ রান করে অগ্রণী ব্যাংক। ইমরুল কায়েস ৮৬ ও সাদমান ইসলাম ৫৩ রান করেন। শাইনপুকুরের ওয়ালিদ ও রাফসান ২টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করত নেমে রাফসানের অপরাজিত সেঞ্চরিও পরও জিততে পারেনি শাইনপুকুর। ৫ উইকেটে ২৪৮ রানে থামে শাইনপুকুরের ইনিংস। রাফসান ১০৬ ও সাব্বির ৫১ রানে অপরাজিত থাকেন।
আরএ /নিউজক্রিকেট২৪