মঈন আলীর চোখে বাংলাদেশের সেরা কোচ সালাউদ্দিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ঘরের ছেলে হয়ে উঠেছেন ইংলিশ অলরাউন্ডার মঈন আলী।বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিয়মিত মুখ মঈন আলী। গত তিন মৌসুম ধরে দলটিতে খেলছেন তিনি। ব্যাটে-বলে পারফরম্যান্স করে শিরোপা জয়েও বড় ভূমিকা রেখেছেন এই ইংলিশ অলরাউন্ডার। এবারের আসরেও লিটন-কায়েসের সতীর্থ হিসেবে মাঠে নেমেছেন মঈন। সাত ম্যাচ পর এসে কুমিল্লার সর্বশেষ দুটি ম্যাচ খেলেছেন তিনি।

বিপিএলে কুমিল্লার হয়ে খেলার সুবাদে বেশ কাছ থেকে দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দেখেছেন মঈন। ইংলিশ অলরাউন্ডার জানান, বাংলাদেশের সেরা কোচ সালাউদ্দিন। একই সঙ্গে টাইগারদের প্রধান কোচ হিসেবে তাকে না দেখে অবাকও হয়েছেন মঈন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মঈন আলী বলেন, ‘দলের দিক থেকে সালাউদ্দিন আমার খেলা বিশ্বের অন্যতম সেরা কোচ। তরুণদের জন্য সে দারুণ কোচ। নিঃসন্দেহে বাংলাদেশের সেরা কোচ, এটা আমার ব্যক্তিগত মতামত। আমি অবাক হয়েছি সে বাংলাদেশের হেড কোচ না। আমি নিশ্চিত না সে কখনো ছিল কী না। কিন্তু সে অন্যতম সেরা কোচ, সেরা পাঁচের মধ্যে আছে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »