নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সুপার এইটের ২য় ম্যাচে আগামীকাল (২০ জুন) ভোর ৬.৩০ মিনিটে মুখোমুখি হবে স্বাগতিক উইন্ডিজ ও ইংল্যান্ড।
উইন্ডিজ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে উঠলেও ভাগ্যের সহায়তায় সুপার এইটে উঠেছে ইংল্যান্ড। স্কটল্যান্ড ভালো অবস্থানে থেকে শেষ ম্যাচে অজিদের হারানোর ক্ষেত্র তৈরী করেও নিজেরাই হেরে যাওয়ায় রানরেটে এগিয়ে থেকে সুপার এইট নিশ্চিত করেছিল ইংল্যান্ড।
টি২০ ফরম্যাটে দুইবার করে বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড ও উইন্ডিজ। বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবারও শিরোপা জেতার মতো দল গঠন করেছে। গ্রুপ পর্বে বৃষ্টির কারনে চাপে পড়লেও সুপার এইটে নিজেদের সেরা ক্রিকেটই খেলবে তারা।
উইন্ডিজ টি২০ ফরম্যাটে ভয়ংকর দল। সেই সাথে স্বাগতিক হিসেবে খেলছে এবার। ফলে ইংল্যান্ডের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।