ভোরে মাঠে গড়াচ্ছে প্রথম সেমিফাইনাল

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৪ এর প্রথম সেমিফাইনালে আগামীকাল সকাল ৬.৩০ মিনিটে মুখোমুখি হবে আফগানিস্তান বনাম সাউথ আফ্রিকা। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি।

 

এই প্রথম যেকোন বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। অপরদিকে সাউথ আফ্রিকা একাধিক বিশ্বকাপে সেমিফাইনালে খেললেও কখনোই ফাইনাল খেলতে পারেনি। ফলে দুই দলের সামনেই প্রথমবারের মতো ফাইনালে উঠার হাতছানি।

 

ব্যাটে বলে দূর্দান্ত ক্রিকেট খেলে সেমিতে উঠেছে আফগানিস্তান। গ্রুপ পর্বে নিউজিল্যান্ড এবং সুপার এইটে অস্ট্রেলিয়াকে হারিয়ে শেষে বাংলাদেশকে হারিয়ে সেমিতে উঠেছে। অপরদিকে সাউথ আফ্রিকাও দূর্দান্ত ক্রিকেট খেলে এখন পর্যন্ত অপরাজিত আছে চলতি বিশ্বকাপে।

স্পিন শক্তি দিয়ে অপরাজিত আফ্রিকার জয়রথ থামাতে পারে কিনা আফগানরা, দৃষ্টি এখন সেদিকেই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »