ভোরে ত্রিনবাগোর বিপক্ষে মাঠে নামছে সাকিবের বার্বাডোজ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ সিপিএলে আজ ভোরে নিজেদের শেষ ম্যাচ ও সাকিবের ব্যক্তিগত তৃতীয় ম্যাচে সুনীল নারাইনের ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিবের বার্বাডোজ ট্রাইডেন্টস।

ইতিমধ্যে ৯ ম্যাচ খেলে চারটিতে জয় লাভ করে পয়েন্ট টেবিলের চারে আছে সাকিবের বার্বাডোজ। ৮ পয়েন্ট নিয়ে গায়ানা,ত্রিনবাগ নাইট রাইডার্স ও প্যাট্রিয়টসের পাশাপাশি চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করে তারা। ৯ ম্যাচের মাঝে মাত্র ২ টি ম্যাচে খেলেছেন বাংলাদেশের পোস্টার বয় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই ম্যাচেই ব্যাট ও বল হাতে ছিলেন উজ্জ্বল।

বার্বাডোজের জার্সিতে সাকিব দুই ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ৬০ রান আর বল হাতে নিয়েছেন ২ টি উইকেট। যেখানে প্রথম ম্যাচে ব্যাট হাতে করেন ৩৮ রান ও বল হাতে নেন ১ টি উইকেট। আর দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ২২ ও বল হাতে ১ উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »