ভোট দেয়া থেকে বঞ্চিত হলেন বিরাট কোহলি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-1/c0.0.240.240a/p240x240/51944597_2359806007364192_9161774462004101120_n.jpg?_nc_cat=102&_nc_eui2=AeFcipYmUQ-zg44wTqI_uZtpFgfJ4Exn1XfSEN67qwlIW2D6Rn9MoK6IjCWRQM0f2UXeldOwo28xNalSOoWbLYyQiCB4RD_YmCz3baSliAHc9w&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=340b0eaa925f43012c08a04eecfc634d&oe=5D09FC50 »

বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ হিসেবে ধরা হয় ভারতকে। সেই ভারতেই বর্তমানে চলছে দেশটির জাতীয় নির্বাচন বা লোকসভা নিরবাচন। দেশটির সরকার নির্ধারনের এই নির্বাচনে জনগন তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যে বেছে নিবেন দেশটির নিতিনির্ধারক।

তবে চলমান এই নির্বাচনে ভোট দিতে পারছেন না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। প্রথমে দিল্লিতে বসবাস করলেও পরবর্তীতে মুম্বাইয়ে বসবাস শুরু করেন কোহলি। ফলে স্থানান্তরিত হবার পর তাঁর ভোটার আইডি কার্ড নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা।

গত ৩০ মার্চ ভোটার তালিকা হালনাগাদ বা নিজের সম্পূর্ণ তথাদি নির্বাচন কমিশনে দাখিল করে সেখান থেকে আইডি কার্ডের আবেদন করতে পারলেই তিনি ভোট দিতে পারতেন এবারের নির্বাচনে। তবে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর আবেদন করায় সেটি রয়েছে ঝুলন্ত অবস্থায়। নির্বাচন কমিশন থেকেও সাফ জানিয়ে দেয়া হয়েছে তিনি এই লোকসভা নির্বাচনে ভোট দিতে পারবেন না।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »