ভেন্যু পরিবর্তনের সুযোগ নেই: পাপন

গাজী নাসিফুল হাসান »

করোনা আতঙ্ক এখন সবদিকেই প্রভাব বিস্তার করেছে। আর ক্রীড়া ক্ষেত্রেও এর যথেষ্ট প্রভাব লক্ষ্যনীয়। ক্রিকেটের বিভিন্ন সিরিজ বাতিল হচ্ছে। আর এবার হয়তো বাংলাদেশ দলের পাকিস্তান সফর বাতিল হতেও পারে।

পাকিস্তান সফরে যাবার সময় হচ্ছে এ মাসের শেষ দিকে। তবে এমন একটা সময় চলছে যখন কিনা করোনা আতঙ্কের মধ্যে প্রায় বিভিন্ন সিরিজ বাতিল হচ্ছে। এখন পাকিস্তানে যাবার জন্য এমন নয় যে অন্য নিরাপত্তার শঙ্কা রয়েছে। এখন মূল সমস্যাই তো হচ্ছে করোনা ভাইরাস।

তবে সাংবাদিকদের সাথে কথা বলার সময় বিসিবির প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনকে জিজ্ঞেস করা হয়েছিল যে, ভেন্যু পরিবর্তন করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সরাসরি জানিয়েছেন, ‘এখন তো ভেন্যু পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। এখন এমন তো আর নয় যে অন্য কোনো ভেন্যু নিলে সেখানে আর এই রোগের সম্ভাবনা থাকবে না। সব জায়গায় এর সম্ভাবনা রয়েছে। এখন আমরা চেষ্টা করবো যে পিসিবির সাথে কথা চলছে।’

এখন এই করোনা ভাইরাস এর জন্য যদি পাকিস্তান সিরিজ বাতিল হয়ে যায় তবে তা পরবর্তী অন্য কোনো সময়ে করা হতে পারে। কারণ খেলোয়াড়দের শারীরিক সুস্থতা সবার আগে। তবে এই মুহূর্তে উচিত হবে সিরিজটি আয়োজন না করা। পরবর্তী সুবিধাজনক সময়ে এটি আয়োজন করলেই ভালো হবে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »