ভেট্টরির ৫ দিনই ডোমিঙ্গোর ৩০ দিনের সমান!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ ক্রিকেটের নবনিযুক্ত প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও স্পিন বোলিং কোচ ভেট্টরির পারিশ্রমিকের দিকে তাকালে দেখা যায়, তাদের মধ্যে আকাশ-পাতাল তফাৎ! কেননা ডোমিঙ্গোর ৩০ দিনের পারিশ্রমিক, মাত্র ৫ দিনেই পাবেন ভেট্টরি! অর্থাৎ, ডোমিঙ্গোর মাসিক বেতন ১৭ হাজার ১৪২ ডলার। আর এর সমান পারিশ্রমিক মাত্র ৫ দিনেই পেয়ে যাবেন স্পিন কোচ ভেট্টরি। কম বেতন পাওয়ার পেছেন অবশ্য ডোমিঙ্গো নিজেই দায়ী। কারণ বেশি বেতন তিনি দাবিই করেননি! কোচ নিয়োগের সময় সাক্ষাৎকার দিতে এসে তিনি আরও কম, মাত্র ১৩ হাজার ডলারের দাবি করেছিলেন।

জুলাই মাসের শেষদিকে ভেট্টরির সঙ্গে চুক্তি পাকাপোক্ত করেছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এর ঠিক একমাস পরেই প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় প্রোটিয়াদের সাবেক প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। ২ বছরের চুক্তিতে তাকে হেড কোচের দায়িত্ব দেওয়া হয়। বলা অনেক কম মূল্যেই তাকে পেয়েছে বাংলাদেশ।

স্পিন কোচ হিসেবে কিউই কিংবদন্তী স্পিনার ভেট্টরিকে নিয়োগ দেয় বাংলাদেশ। তার সাথে চুক্তির মেয়াদ আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত। ভেট্টরি দলের সঙ্গে যোগ দিবেন আসন্ন ভারত সিরিজের আগে। সাবেক কিউই এই অধিনায়ক পাবেন দৈনিক ৩ হাজার ৫৭১ ডলার। যা ৫ দিনে গিয়ে দাঁড়ায়, ১৭ হাজার ৮৫০ ডলারে। আশ্চর্যজনক মনে হলেও সত্যি, ভেট্টরির এই ৫ দিনের পারিশ্রমিকই প্রধান কোচ ডোমিঙ্গোর মাসিক বেতন।

বাংলাদেশ ক্রিকেট দলের কোচিং স্টাফদের বেতন সমূহ:

প্রধান কোচের দায়িত্বে আছেন, দক্ষিণ আফ্রিকান রাসেল ডোমিঙ্গো। যার মাসিক বেতন ১৭ হাজার ১৪২ ডলার।

স্পিন বোলিং কোচের দায়িত্বে, সাবেক কিউই অধিনায়ক ভেট্টরি। যার মাসিক বেতন ১ লাখ ৭ হাজার ১৩০ ডলার। (কোচিং স্টাফদের মধ্যে সর্বোচ্চ)

পেস বোলিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে, দক্ষিণ আফ্রিকান চার্ল ল্যাঙ্গাভেল্টকে। তিনি প্রতি মাসে বেতন পান ১০ হাজার ৭১৪ ডলার।

ব্যাটিং কোচের দায়িত্বে আছেন, নেইল ম্যাকেঞ্জি। তিনিও দক্ষিণ আফ্রিকান। তার মাসিক বেতন ২৫ হাজার ৫০০ ডলার।

ফিল্ডিং কোচের দায়িত্ব অর্পণ করা হয়েছে, আরেক দক্ষিণ আফ্রিকান রায়ান কুকের হাতে। যার মাসিক বেতন ধরা হয়েছে ১৫ হাজার ডলার।

পাঁচ জনের কোচিং স্টাফে চার জনই দক্ষিণ আফ্রিকান। বাংলাদেশে যেনো দক্ষিণ আফ্রিকান কোচদের মহারণ। একই দলে এবং একই সঙ্গে স্বদেশী চার জন কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন, এমন ঘটনা খুবই দুর্লভ!

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »