মমিনুল ইসলাম »
টুর্নামেন্টের শুরুটাই হার দিয়ে শুরু করলেন তারকাবহুল যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন। রাজশাহীর বোলিংয়ের কাছে ধসে পড়ে ব্যাটিং লাইন-আপ আর জাজাই-লিটন-মালিকের ব্যাটিংয়ে পাত্তায় পায়নি ঢাকা। টুর্নামেন্টের শুরুটা হার দিয়ে শুরু হলেও চাপ নিতে রাজি নন ঢাকার কাপ্তান মাশরাফি বিন মোর্ত্তজা। তবে এ ম্যাচের ভুল গুলো শোধরাতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
ব্যাটসম্যানদের ব্যর্থতার কারনেই হেরেছে ঢাকা প্লাটুন। টপঅর্ডারে আনামুল বিজয় ছাড়া দাঁড়াতে পারেননি কেউই। শেষ দিকে মাশরাফি ও ওয়াহাব রিয়াজের দৃঢ়তায় একশ পার করলেও জয়ের জন্য ছিলো না যথেষ্ঠ। জাজাই-লিটন- মালিকদের ব্যাটিংয়ের সামনে পাত্তাই পায়নি ঢাকার বোলাররা। তাদের ব্যাটিং নৈপুণ্যেই ৯ উইকেটের বড় জয় পায় রাজশাহী রয়্যালস।
প্রথম ম্যাচ হারায় চাপ নিতে রাজি নন ঢাকার কাপ্তান। তিনি বলেন, ‘তেমন না তবে মানিয়ে নিতেও কিছুটা সময় লাগে। এটা আবার অজুহাত দেয়ার মত হয়ে যায়। এর চেয়ে মনে হয় টুর্নামেন্টটা অনেক বড় আর হাতে সময়ও আছে অনেক। আজ কিছু ভুল হয়েছে, বিশেষ করে অনেকগুলা রান আউট হয়েছে। এগুলা ঠিল করতে হবে। আবারও কাল যেহেতু ম্যাচ তাই হাতে সময় কম আজকের ভুল গুলো শোধরালেই আপাতত চলবে।’
রান কম হওয়ায় আক্ষেপ ঝড়েছে মাশরাফির মুখে। এছাড়া তরুণ জাকির আলির প্রশংসাও করেন কাপ্তান। তিনি বলেন, ‘আমার চোখে যতটুকু মনে হয়েছে জাকির আলি ভালো খেলোয়াড়। চাপের মাঝেও বেশ কিছু ভালো শট খেলেছে। তবে রানআউটে সমস্যা হয়েছে।৷ যে শট গুলো খেলেছে আমার কাছে ভালোই লেগেছে, শুভাগত হোমও ভালো। আমার কাছে মনে হয় না দল নির্বাচন করতে সমস্যা কাটন প্রতিপক্ষ বিবেচনা করেই দল নির্বাচন করা হয়। ১৬০ রান হলে হয়তো ভিন্ন কিছু হতো।’