ভুটানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব -১৮ চ্যাম্পিয়ানশীপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে সাফ অনুর্ধ্ব -১৮ চ্যাম্পিয়নশীপের ফাইনালে বাংলাদেশ অনুর্ধ্ব – ১৮ ফুটবল দল।

নেপালের কাঠমান্ডুর এপিএফ স্টেডিয়ামে সোয়া ১১ টায় প্রথম সেমিফাইনাল ভুটানের মুখোমুখি হয় বাংলাদেশ। শুরু থেকে আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা চলতে থাকে। তবে ভুটানকে কোন ভাবেই দিচ্ছিলেন না বাংলাদেশের ডিফেন্স প্রতিহত করেছেন দারুন ভাবে। শুরু থেকেই আক্রমণে ছিলো লাল সবুজের প্রতিনিধিরা। গোল পেতেও দেরি হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। ম্যাচের শুরুতে ফ্রি- কিক থেকে গোল করে বাংলাদেশকে গোল এনে দেন তানভির হোসাইন। তার কিছুক্ষন পর ২৭ মিনিটে ডি- বক্সের সামনে বল পেয়ে ভুটানের জালে জড়াতে ভুল করেননি ফাহিম।

তানভীরের প্রথম গোলের পর শুরু হয় বাংলার গোল যাত্রা। তার ৫ মিনিট পরেই আরও এক গোলের দেখা পায় বাংলাদেশ। দলের তৃতীয় গোলটি আসে মারাজ হোসাইনের কাছ থেকে। প্রথমার্ধে ভুটানের জালে ৩ গোল দিয়ে বিরতিতে যায় লাল সবুজের প্রতিনিধিরা।

বিরতি থেকে ফিরে বাংলাদেশকে দারুনভাতানভিবে প্রতিহত করতে থাকে ভুটানের ডিফেন্সের খেলোয়াড়েরা। তাই তো প্রথমার্ধের মত গোল বন্যা করতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। তবে শেষ দিকে ৯৪ মিনিটে বদলি খেলোয়াড় ফাহিম। ফুলটাইম শেষে ভুটানকে ৪-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে সাফ – ১৮ চ্যাম্পিয়নশীপের ফাইনালে উঠে বাংলাদেশ।

ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ দ্বিতীয় সেমিফাইনালে ভারত ও মালদ্বীপের মাঝে জয়ী দল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »