নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
শেষ হয়ে গেছে বাংলাদেশ ও ভারতের টেস্ট সিরিজ। টেস্টে ভরাডুবির পর ভাগ ভাগ হয়ে দেশে ফিরছেন বাংলাদেশ দলের সদস্যরা। তবে এখনো ফেরা হয়নি টেস্ট স্কোয়াডে থাকা সাইফ হাসানের। ইঞ্জুরির কারণে ছিলেন একাদশের বাহিরে এখন ভিসা জটিলতার কারণে দেশের বাহিরে।
এ ডানহাতি ব্যাটসম্যানকে কলকাতা বিমানবন্দর থেকে পুনরায় হোটেলে ফিরে যেতে হয়েছে। আবু জায়েদ রাহি, সাদমান ইসলাম অনিক এবং এবাদত হোসেনের সঙ্গে দেশে ফিরছিলেন সাইফ। অন্যদের ভিসার মেয়াদ থাকলেও সাইফের ভিসার মেয়াদ পার হয়ে গিয়েছে। যার জন্য তাকে দেশে ফিরতে দেয়নি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে সাইফের সাথে অন্য তিন ক্রিকেটার দেশে ফিরেছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাইফের ভিসার মেয়াদ শেষ হওয়ার বিষয়টি খেয়ালে রাখেনি। বাংলাদেশের টেস্ট স্কোয়াডের সঙ্গে যোগ দিতে গত ৮ নভেম্বর দেশ ছেড়েছিলেন তিনি। তবে টেস্ট স্কোয়াডের সাথে দেশে ফিরতে পারেননি।জানা গিয়েছে, ২৪ নভেম্বর পর্যন্ত ভারতের ভিসা ছিল সাইফের।
সাইফ বলেন, ‘আমার ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। ২৪ তারিখ পর্যন্ত মেয়াদ ছিল কিন্তু আমি যাচ্ছিলাম ২৫ তারিখ। কালকে (বুধবার) চলে যাবো ইনশাআল্লাহ। আশা করছি হয়ে যাবে, কাল দুপুরে বাংলাদেশের হাই কমিশন জানিয়ে দিবে।’